shono
Advertisement

Breaking News

হেমন্তের হাওয়ায় শীতের আমেজ

নোট সমস্যা নিয়ে কিছুটা চিন্তা থাকলেও আড্ডার মেজাজে শহর ও শহরতলি৷ The post হেমন্তের হাওয়ায় শীতের আমেজ appeared first on Sangbad Pratidin.
Posted: 08:48 PM Nov 23, 2016Updated: 03:18 PM Nov 23, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হেমন্তের হাওয়া৷ বাতাসে হালকা শীতের আমেজ৷ মনোরম পরিবেশ৷ কিন্তু শীত আসতে এখনও দেরি৷ আবহবিদরা জানিয়েছেন ডিসেম্বরের মাঝামাঝি শীত আসতে পারে৷

Advertisement

শীতকালে রাজ্যের বিভিন্ন জায়গায় মেলা বসে৷ দল বেঁধে পিকনিকে যান অনেকে৷ শহরের বিভিন্ন বিনোদন পার্ক, ভিক্টোরিয়া, জাদুঘর, চিড়িয়াখানা ও ময়দানে ভিড় বাড়ে৷ এখনও শীতকাল শুরু না হলেও আড্ডার মেজাজে সবাই৷ কাছেপিঠে বেড়ানোর জায়গাগুলিতে ভিড় বাড়ছে৷ যদিও নোট সমস্যা নিয়ে কিছুটা চিন্তা আছে৷ তবে শহর ও শহরতলির বিভিন্ন পার্কে আনাগোনা বাড়ছে৷ জেলায় জেলায় সার্কাসের তাঁবু দেখা যাচ্ছে৷ ভোরের বাতাসে হিমেলের স্পর্শ৷ প্রাতঃভ্রমণে গলায় মাফলার বা টুপি৷ হেদুয়া এবং ওয়েলিংটনে প্রতিবছরের মতো শীতবস্ত্রের দোকান বসেছে৷ ব্যবসায়ীদের বক্তব্য, বাজারে এখন নোট সমস্যা৷ তবে আগের তুলনায় তা খানিকটা কম৷ নিউমার্কেট চত্বর, উত্তরের হাতিবাগান, দক্ষিণের গড়িয়াহাট বা ধর্মতলার বিভিন্ন দোকান, সর্বত্র ভিড় বেশ কম৷ তবে শপিং মলগুলিতে যথারীতি ভিড়৷ ডেবিট বা ক্রেডিট কার্ডে কিনছেন প্রায় সবাই৷ কলেজ স্ট্রিট চত্বরে অনেক বইপ্রেমী নোট সমস্যায় কথা বলেছেন৷ ছোট দোকানগুলি প্রায় মাছি তাড়াচ্ছে৷ তবে বড় বইয়ের দোকানে কার্ডে কেনার ব্যবস্থা থাকায় নতুন বই নিয়ে বাড়ি ফিরছেন অনেকে৷

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এখনও উত্তর ভারত থেকে হিমেল হাওয়া ঢুকতে শুরু করেনি৷ সর্বনিম্ন তাপমাত্রা ১৪ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা না হওয়া পর্যন্ত শীত এসেছে বলা যায় না৷ অনেকের বেড়াতে যাওয়ার প্রস্তুতি চূড়ান্ত৷ বড়দিনের উৎসবের জন্য হোটেল-রেস্তোরাঁ সেজে উঠেছে৷

The post হেমন্তের হাওয়ায় শীতের আমেজ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement