shono
Advertisement

আবেগ আর ছন্দকে ধরে রেখেই কাল ভোরে উদ্বোধন ওলিম্পিকের

এবারের উদ্বোধনে যে খুব একটা জাঁকজমক হবে না তা আগেই জানিয়ে দেওয়া হয়েছে৷ The post আবেগ আর ছন্দকে ধরে রেখেই কাল ভোরে উদ্বোধন ওলিম্পিকের appeared first on Sangbad Pratidin.
Posted: 02:35 PM Aug 05, 2016Updated: 09:05 AM Aug 05, 2016

দীপক পাত্র: অনলাইনে ট্রিপঅ্যাডভাইজার-এর তালিকা বলছে, দক্ষিণ আমেরিকার শহরগুলির মধ্যে রিও ডি জেনেইরো সৌন্দর্যের বিচারে তিনে৷ একে, বুয়েনস আইরেস৷ দুইয়ে পেরুর কুসকো৷ তালিকাটা এই বছরের নিরিখে৷ অনলাইন সাইট এমন তালিকা করার আগে পর্যটকদের ভোট নেয়৷
অ্যান্তনিও কার্লোস জোবিম বিমানবন্দরে ইমিগ্রেশন-এর লাইনে দাঁড়িয়ে কানাডার মহিলা ফুটবল দলের কোচ জন হার্ডম্যানের দাবি, “ওলিম্পিকের প্রস্তুতি সারতে গত চার বছরে বেশ কয়েকবার এখানে এসেছি৷ কই, কখনও তো তেমন বিপদ হয়নি৷ আসলে কখনও কোনও ওলিম্পিক গেমস পারফেক্ট হতে পারে না৷ ভিলেজের কোনও না কোনও ঘরে জল সরবরাহের সমস্যা হবে৷ কোথাও একটু বেশি মশার উপদ্রব হবে৷ এত বড় ইভেন্ট৷ চাট্টিখানি কথা!”
পাশ দিয়ে তখন এক মার্কিন দম্পতি হেঁটে যাচ্ছেন৷ সবার প্রথমে কর্তার চোখ পড়ল গিয়ে ওই পোস্টারে৷ ‘ওয়েলকাম টু হেল’৷ কর্ত্রীও ততক্ষণে মুখ চাপা দিয়ে ফেলেছেন৷ পোস্টারে আবার ছোট ছোট করে লেখা, “এখানে পুলিশ মাইনে পায় না৷ রাস্তায় বেরোলে আপনি নিরাপদ নন৷ সাবওয়ের কাজ বছরের পর বছর চলেও শেষ হয় না৷ আপনি নিজেই আপনার মৃত্যুর জন্য দায়ী হতে পারেন৷” দেখে গায়ের লোম নিজের অজান্তেই খাড়া হয়ে গেল৷ হার্ডম্যানের কথাগুলো মনে করে নিজেকে সান্ত্বনা দিতে হল– ‘কোনও ওলিম্পিক পারফেক্ট হয় না৷’
২০০৯-তে যখন ব্রাজিল ওলিম্পিক আয়োজনের যোগ্যতা অর্জন করল, তখন কিন্তু রিও জুড়ে খুশির হাওয়া বয়েছিল৷ সেই সময় অবশ্য ব্রাজিলের অর্থনীতির মেরুদণ্ড সোজা ছিল৷ এখনকার অবস্থা অন্যরকম৷ জিকা ভাইরাস, দুর্নীতি, রাজনৈতিক অস্থিরতা৷ কত কী কালো মেঘের মতো ঘুরপাক খাচ্ছে রিওর আকাশ জুড়ে৷ কিন্তু ওলিম্পিকের আগে এরকম ঝামেলা তো শুধু রিও জুড়ে নয়৷ এথেন্স তৈরি ছিল না৷ তুরিনে নিরাপত্তা নিয়ে সমস্যা ছিল, নির্মাণ কাজেও দেরি হয়েছিল৷ বেজিংয়ে ওলিম্পিকের ঠিক আগে মানবাধিকার নিয়ে ঝামেলার শেষ ছিল না৷ বছর চারেক আগে লন্ডনও ওলিম্পিকের আগে সাবওয়েতে এক বিস্ফোরণে কেঁপে উঠেছিল৷
“দুটো বড় ইভেন্ট দু’বছরের মধ্যে হচ্ছে৷ অর্থনৈতিক দিক দিয়ে সত্যি আমরা বিধ্বস্ত৷ সব সামলে নেব৷ শুধু ভয় সন্ত্রাসবাদীদের নিয়ে৷ ব্রাজিলিয়ান হয়েও বলছি, ফাঁকায় কখনও মোবাইলে কথা বলবেন না৷ যে কোনও মুহূর্তে ছিনতাই হয়ে যাবে৷” এয়ারপোর্ট থেকে গাড়িতে আসার সময় উদ্বেগ ধরা পড়ছিল জুলিও সিজারের গলায়৷ ওলিম্পিকের ইতিহাসে ’৭২-এর মিউনিখে এগারোজন ইজরায়েলি মারা যাওয়ার ঘটনা আছে৷ আছে ’৯৬-এ আটলান্টা ওলিম্পিকে টাউন স্কোয়ারে একটা বোমা বিস্ফোরণের ঘটনা৷ যেখানে মারা গিয়েছিলেন দু’জন৷ আজ উদ্বোধনে সেই সতর্কতাই যেন ব্রাজিলের মাহাত্ম্যকে কয়েক যোজন পিছনে ঠেলে দিল৷
মারাকানায় আজ স্থানীয় সময় রাত আটটায় শুরু ৩১তম ওলিম্পিক৷ উদ্বোধনের অনুষ্ঠান শুরু হবে তখন ভারতের মাঝ রাত৷ যোগ দিচ্ছেন গোটা পনেরো দেশের প্রধানরা৷ ফ্রান্স, চেক প্রজাতন্ত্র, হাঙ্গেরি, কলম্বিয়া-সহ একাধিক দেশের প্রেসিডেন্ট আসছেন৷ প্রধানমন্ত্রী আসছেন ডাচ, ইতালির৷ আরও অনেকের আসার কথা ছিল, কিন্তু রাজনৈতিক ডামাডোল থাকায় কেউ আসার ঝুঁকি নেননি৷ দু’বছর আগে এই মারাকানাতেই উদ্বোধন হয়েছিল বিশ্বকাপ ফুটবলের৷ এবারের উদ্বোধনে যে খুব একটা জাঁকজমক হবে না তা আগেই জানিয়ে দেওয়া হয়েছে৷ এমনও বলা হয়েছে, গত লন্ডন ওলিম্পিকে উদ্বোধনের পেছনে যে অর্থ খরচ করা হয়েছিল তার মাত্র দশ শতাংশ ধরা হয়েছে৷
তবে, আশ্বস্ত করেছেন উদ্যোক্তারা৷ সৃষ্টিশীলতার পাশে আবেগ আর ছন্দকে ধরে রেখেই হচ্ছে উদ্বোধন৷

Advertisement

The post আবেগ আর ছন্দকে ধরে রেখেই কাল ভোরে উদ্বোধন ওলিম্পিকের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement