দিশা আলম, বিধাননগর: খুন নাকি আত্মহত্যা? দাম্পত্য অশান্তির জের নাকি অন্য কিছু? নিউটাউনের অভিজাত বহুতলের নিচ থেকে গৃহবধূর রক্তাক্ত দেহ উদ্ধারে ব্যাপক চাঞ্চল্য। ঘটনার কিনারায় মৃতার পরিজনদের সঙ্গে কথা বলছেন তদন্তকারীরা।
মৃত বছর পঁয়ত্রিশের কবিতা কৌর। নিউটাউনের ইকোস্পেসের কাছে একটি বিলাসবহুল আবাসনের ১০ তলায় বাস তাঁর। সঙ্গে থাকতেন স্বামী। বৃহস্পতিবার গভীর রাতে টেকনো সিটি থানার পুলিশের কাছে খবর পৌঁছয় ওই ফ্ল্যাটের নিচে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন গৃহবধূ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিধাননগর মহকুমা হাসপাতালে দেহ পাঠানো হয়।
[আরও পড়ুন: জ্ঞানবাপী মসজিদের নিচে ছিল মন্দির! রিপোর্টে জানাল ASI]
পুলিশ জানিয়েছে, মৃতের স্বামী সিধু পেশায় একজন ব্যবসায়ী। কি ব্যবসা তা অজানা। দম্পতির দুই মেয়ে। একজনের বয়স ষোলো বছর। অপরজনের ছয় বছর। পাঞ্জাবি এই দম্পতির প্রায় বছর কুড়ি আগে বিয়ে হয়। দুই মেয়ে ও স্বামীকে নিয়ে নিউটাউনের ওই বহুতল আবাসনে তাঁদের সুখের সংসার ছিল। হঠাৎই বছরখানেক আগে থেকে সম্পর্কে ফাটল ধরে। সেই অশান্তির কারণ জানা যায়নি।
বিশদে সেই তথ্য পেতে পুলিশ মৃত মহিলার স্বামী অবতর সিং সিধুকে জিজ্ঞাসাবাদ করছে। মহিলার স্বামীর অন্য কোন সম্পর্ক ছিল কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে। গৃহবধূ মানসিক অবসাদে আত্মহত্যার পথ বেছে নিতে পারেন বলেও মনে করছেন তদন্তকারীরা। রহস্যের কিনারায় দম্পতির দুই মেয়ের সঙ্গেও কথা বলতে পারে তদন্তকারীরা।