shono
Advertisement
Kalyani

স্বামীর কাছ থেকে ছিনিয়ে কল্যাণীতে বধূকে 'গণধর্ষণ', গ্রেপ্তার ৮

রেলব্রিজের নিচে ঘন জঙ্গলে নিয়ে গিয়ে বধূকে গণধর্ষণ করা হয় বলেই অভিযোগ। নদিয়ার কল্যাণীর ঘটনায় এখনও পর্যন্ত ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। নমুনা সংগ্রহে ঘটনাস্থলে ফরেনসিক টিম।
Published By: Sayani SenPosted: 04:48 PM Oct 30, 2024Updated: 05:04 PM Oct 30, 2024

সুবীর দাস, কল্যাণী: কাকভোরে স্বামীর সঙ্গে হাঁটছিলেন মহিলা। স্বামীর কাছ কার্যত ছিনিয়ে নেয় বেশ কয়েকজন যুবক। রেলব্রিজের নিচে ঘন জঙ্গলে নিয়ে গিয়ে বধূকে গণধর্ষণ করা হয় বলেই অভিযোগ। নদিয়ার কল্যাণীর ঘটনায় এখনও পর্যন্ত ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। নমুনা সংগ্রহে ঘটনাস্থলে ফরেনসিক টিম।

Advertisement

বুধবার ভোরে স্বামী-স্ত্রী দুজন মিলে বিশেষ কাজে কল্যাণীর কাঁচরাপাড়া রেলব্রিজের ধার দিয়ে যাচ্ছিলেন। অভিযোগ, তখন তাঁদের উপর ঝাঁপিয়ে পড়ে বেশ কয়েকজন। মহিলাকে টেনেহিঁচড়ে নিয়ে যায় ব্রিজের নিচে। সেখানেই তাঁকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। এর পর নির্যাতিতা এবং নির্যাতিতার স্বামী কল্যাণী থানার দ্বারস্থ হন। লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে প্রথমে চারজন এবং পরবর্তীকালে আরও তিনজন এবং দুপুরের দিকে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মোট ৮ জনকে গ্রেপ্তার করে কল্যাণী থানার পুলিশ।

তদন্ত নেমে ঘটনাস্থল কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে ফরেনসিক টিম। তিনজনের ফরেনসিক টিম ঘটনাস্থলে নমুনা সংগ্রহের কাজ শুরু করেছে। ঘটনাস্থলের দুই জায়গায় মিলেছে নির্যাতিতার হাতের ভাঙা চুরি। আরও একটি টিফিন কৌটোও বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। উল্লেখ্য, গত ৯ আগস্ট, আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সেমিনার হল থেকে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয়। অভিযোগ, ধর্ষণ ও খুন করা হয়েছে তাঁকে। সেই ঘটনায় সিবিআই তদন্ত নিয়ে একগুচ্ছ অভিযোগ তুলে বুধবার সিজিও কমপ্লেক্স অভিযানের ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। তারই মাঝে রাজ্যে গণধর্ষণ। কল্যাণীর ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্নের মুখে নিরাপত্তা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রেলব্রিজের নিচে ঘন জঙ্গলে নিয়ে গিয়ে বধূকে গণধর্ষণ করা হয় বলেই অভিযোগ।
  • নদিয়ার কল্যাণীর ঘটনায় এখনও পর্যন্ত ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
  • নমুনা সংগ্রহে ঘটনাস্থলে ফরেনসিক টিম।
Advertisement