shono
Advertisement
Karnataka

অসমের ছায়া কর্নাটকে! তরুণীকে অপহরণের পর মাদক খাইয়ে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

তরুণীর শারীরিক অবস্থা খারাপ হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Published By: Subhankar PatraPosted: 03:05 PM Aug 24, 2024Updated: 03:09 PM Aug 24, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর জি কর কাণ্ডে তোলপাড় দেশ। অসমে এক কিশোরীকে তুলে নিয়ে গণধর্ষণে উত্তপ্ত অসম। এবার শুক্রবার কর্নাটকে এক তরুণীকে অপহরণ করে, মাদক পান করিয়ে ধর্ষণের অভিযোগ উঠল এক পরিচিত যুবকের বিরুদ্ধে। সেই যুবকের সঙ্গে তার এক বন্ধুও ছিল বলে অভিযোগ। ঘটনায় দুই জনকেই গ্রেপ্তার করেছে কারকলা থানার পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কর্নাটকের উদুপির এক তরুণীর সঙ্গে ইনস্টাগ্রামে আলতাফ নামে এক যুবকের সঙ্গে পরিচয় হয়। তারা দুজনেই কর্নাটকের কারকলা গ্রামের বাসিন্দা। অভিযোগ, শুক্রবার ওই তরুণীর কাজের জায়গায় যান আলতাফ। তার পর গাড়ি করে নির্যাতিতাকে তুলে নিয়ে যায়। কিছুক্ষণ পরে অভিযুক্ত যুবকের এক বন্ধু রিচার্ড কার্ডোজা সেখানে আসে।

[আরও পড়ুন: চন্দ্রবাবু, চিরাগদের সুরে ওয়াকফ বিলে আপত্তি নীতীশেরও, চাপে মোদি সরকার]

অভিযোগ, নির্জন জায়গায় নিয়ে গিয়ে তরুণীকে মাদক জাতীয় কিছু খেতে বাধ্য করা হয়। তার পর তাঁকে ধর্ষণ করে বাড়ির কাছে রেখে দেওয়া হয় বলে অভিযোগ। বাড়িতে ফিরে অসুস্থ বোধ করায় গোটা বিষয়টি পরিবারকে জানান তরুণী। তার পর তারা পুলিশের দ্বারস্থ হন। তরুণীর শারীরিক অবস্থা খারাপ হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। অভিযোগ পেয়ে আলফাত ও তার বন্ধুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

স্থানীয় পুলিশ জানিয়েছে, "নির্যাতিতা ও তাঁর পরিবারের অভিযোগের ভিত্তিতে আলতাফ ও রিচার্ডকে গ্রেপ্তার করা হয়েছে। গাড়িটিকেও বাজেয়াপ্ত করা হয়েছে। নির্যাতিতার বয়ান রেকর্ড করা হয়েছে। তা ম্যাজিস্টেটের কাছে জমাও দেওয়া হয়েছে। ।" পুলিশ আরও জানিয়েছে, 'নির্যাতিতাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংস্থিতার ৬৪ ধারা অর্থাৎ ধর্ষণ, ১৩৮ অর্থাৎ অপহরণের মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে।'

[আরও পড়ুন: পুলিশের হাত থেকে পালিয়ে পুকুরে ঝাঁপ! মৃত্যু অসমে নাবালিক গণধর্ষণের মূল অভিযুক্ত তাফুজলের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আর জি কর কাণ্ডে তোলপাড় দেশ। অসমে এক কিশোরীকে তুলে নিয়ে গণধর্ষণেও উত্তপ্ত অসম।
  • শুক্রবার কর্নাটকে এক তরুণীকে অপহরণ করে মাদক পান করিয়ে ধর্ষণের অভিযোগ উঠল এক পরিচিত যুবকের বিরুদ্ধে।
  • ঘটনায় দুই জনকে গ্রেপ্তার করেছে কারকলা থানার পুলিশ।
Advertisement