shono
Advertisement

প্রতিবেশীর বাড়ি থেকে উদ্ধার মা-মেয়ের দেহ, বাড়ি ভাঙচুর, পুলিশকে ঘিরে বিক্ষোভ স্থানীয়দের

খুনের কারণ নিয়ে ধন্দে পুলিশ।
Posted: 02:07 PM Feb 05, 2021Updated: 02:25 PM Feb 05, 2021

বিপ্লবচন্দ্র দত্ত, কৃষ্ণনগর: প্রতিবেশীর বাড়ি থেকে উদ্ধার মা ও দুই বছরের শিশুকন্যার মৃতদেহ। নদিয়ার (Nadia) চাপড়া থানার গাছা গ্রামের ঘটনায় রহস্যের ভিড়। গয়নার লোভে খুন নাকি অন্য কিছু, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Advertisement

মৃতেরা হল মমতাজ মণ্ডল এবং তাঁর দু’বছরের শিশুকন্যা মুসকান মণ্ডল। নিহতের স্বামী নাজমুল মণ্ডল জানান, অন্যান্য দিনের মতো খাওয়াদাওয়া সেরে কাজে বেরোন তিনি। প্রতিবেশী তহরা মণ্ডলের বাড়িতে যাওয়ার কথা ছিল মা এবং মেয়ের। কারণ, মমতাজের একটি গয়নার ডিজাইন দেখার কথা ছিল তহরার। মেয়েকে সঙ্গে নিয়ে মমতাজ তাই তহরার বাড়িতে যান। তারপর থেকেই বেপাত্তা হয়ে যায় মা এবং মেয়ে। খোঁজখবর করেও নাজমুল মণ্ডল স্ত্রী এবং মেয়েকে খুঁজে পাননি। তহরাও কোনও খোঁজ দিতে পারেনি তাঁকে। বাধ্য হয়ে সন্ধে নাগাদ গোটা ঘটনাটি পুলিশকে জানান তিনি। পুলিশ খোঁজখবর শুরু করে। তবে মা এবং মেয়ের কোনও খোঁজ পাওয়া যায়নি।

[আরও পড়ুন: ‘দলে সম্মান পাইনি’, ক্ষোভ প্রকাশ করে এবার তৃণমূল ছাড়লেন পুরুলিয়ার সাধারণ সম্পাদক]

শুক্রবার সকালে তহরার বাড়িতে যান স্থানীয়রা। ঘরে ঢুকেই দেখেন মা এবং মেয়ের মৃতদেহ পড়ে রয়েছে। এরপর চাপড়া থানার পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ মৃতদেহ উদ্ধার করতে আসে। গ্রামবাসীরা তাতে বাধা দেন। উত্তেজিত জনতা তহরার বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায়। মৃতের স্বামী নাজমুল মণ্ডলের অভিযোগ, তহরা এবং তার স্বামী ইসমাইল মণ্ডল স্ত্রী ও মেয়েকে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে খুন করেছে। গয়নার লোভে নাকি অন্য কারণে খুন (Murder) করল সে, তা স্পষ্ট করে বলতে পারছেন না নিহতের পরিজনেরা। চাপড়া থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এদিকে, ঘটনার পর থেকে অভিযুক্ত ইসমাইল মণ্ডল ও তহরা মণ্ডল পলাতক। তাদের খোঁজ শুরু করেছে পুলিশ।

[আরও পড়ুন: নদিয়ায় বিজেপির রথযাত্রার অনুমতি জেলা প্রশাসনের, গেরুয়া শিবিরকে তোপ তৃণমূলের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার