দেবব্রত মণ্ডল, বারুইপুর: মায়ের পরকীয়ায় ‘পথের কাঁটা’ চার বছরের ছেলে। আর তারই ‘শাস্তি’ পেতে হল খুদেকে। শিশুকে খুনের অভিযোগ উঠল মা ও মায়ের প্রেমিকের বিরুদ্ধে।
কুলতলি থানার কুন্দখালি গ্রামের এই ঘটনায় ছড়িয়েছে চাঞ্চল্য। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধেয় শিশুটির মৃতদেহ দেখতে পান এলাকার মানুষজন। তার মাকে জিজ্ঞাসাবাদ করলে কোনও সদুত্তর না দিতে পারায় এলাকার লোকজন মারধর শুরু করে। তাতেই মুখ খোলেন মৃতের মা। জানান, তাঁর প্রেমিক খুন করেছে। পরে পুলিশকে খবর দিলে শিশুটির মৃতদেহ উদ্ধার করে আটক করা হয় তার মা’কে। পলাতক মহিলার প্রেমিক।
[আরও পড়ুন: ‘বাবাকে গুরুত্বপূর্ণ পদ থেকে সরিয়েছিলেন ইন্দিরা’, জয়শংকরের মন্তব্যে বিতর্ক, পালটা তৃণমূলের]
বছর ১৫ আগে মাফুজার বিয়ে হয় তোয়েব আলি পিয়াদার সঙ্গে। সংসার চালাতে কলকাতায় কাজে যান স্বামী। অভিযোগ, সেই ফাঁকে কুলতলির গাজিরহাটের আবুল হোসেন শেখের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক জড়িয়ে পড়েন মাফুজা পিয়াদা। মাঝেমধ্যেই স্বামী কাজে বেরিয়ে গেলে আবুল হোসেন বাড়িতে আসতেন। মঙ্গলবার সকালে স্বামী বাড়িতে না থাকায় বাড়িতে আসেন আবুল। দুপুরেই দু’জন সিদ্ধান্ত নেয় অন্যত্র গিয়ে বিয়ে করবেন। কিন্তু বাদ সাধে মাফুজার ছোট ছেলে। মা’কে ছাড়া থাকতে পারবে না চার বছরের শিশুটি। রেহাই পেতে মা ও প্রেমিক মিলে শিশুকে খুনের সিদ্ধান্ত নেয় বলে অভিযোগ।
প্রতিবেশী আবু সিদ্দিকি পেয়াদার দাবি, সন্ধেয় তাঁরা খবর পান যে একটি শিশু মারা গিয়েছে। তারপরই সেখানে গিয়ে দেখেন শিশুটির গায়ে একাধিক আঘাতের চিহ্ন। তার মা’কে জিজ্ঞাসাবাদ করলে কিছু না বলায়, তাঁকে মারধর শুরু করেন স্থানীয়রা। এরপরই মাফুজা দাবি করেন, তিনি দোকানে গিয়েছিলেন। আর সেই সময়ই তাঁর প্রেমিক ছেলেটিকে খুন করেছে। কুলতলি থানায় খবর দিলে পুলিশ শিশুটির মৃতদেহ উদ্ধার করে।