shono
Advertisement

হাতে স্বয়ংক্রিয় রাইফেল, বড়দিনের আগেই রাস্তায় কলকাতা পুলিশের ‘ওয়ারিয়র্স’রা

কলকাতা পুলিশের মহিলা কমব্যাট বাহিনী 'ওয়ারিয়র্স' । The post হাতে স্বয়ংক্রিয় রাইফেল, বড়দিনের আগেই রাস্তায় কলকাতা পুলিশের ‘ওয়ারিয়র্স’রা appeared first on Sangbad Pratidin.
Posted: 06:16 PM Dec 24, 2019Updated: 07:40 PM Dec 24, 2019

অর্ণব আইচ: শহরের নিরাপত্তায় বড়দিনের আগেই রাস্তায় নামল কলকাতা পুুলিশের মহিলা কমব্যাট ফোর্স। তাদের নাম দেওয়া হয়েছে ‘ওয়ারিয়র্স’। সোমবার সকালে এই বাহিনীর উদ্বোধন করেন পুলিশ কমিশনার অনুজ শর্মা। মঙ্গলবার সকাল থেকেই পার্ক স্ট্রিট, ভিক্টোরিয়া মেমোরিয়াল-সহ শহরের গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে কুইক রেসপন্স টিমের গাড়ির সঙ্গে মোতায়েন করা হল এই মহিলা কমব্যাট বাহিনী।

Advertisement

নারী সুরক্ষার উপর গুরুত্ব দিয়েছেন পুলিশ কমিশনার। বড়দিন ও বর্ষবরণের রাতে যাতে শহরের মহিলারা ইভটিজার বা রোমিওদের শিকার না হন, তার জন্য ইতিমধ্যেই মহিলা সুরক্ষার জন্য নতুন বাহিনী শহরে টহল দিতে শুরু করেছে। শহরে সতর্ক রয়েছে মহিলা পুলিশের ‘উইনার্স’ বাহিনী। এবার তার সঙ্গে সংযোজিত হল এই মহিলা কমব্যাট ফোর্স ‘ওয়ারিয়র্স’। দু’মাসের বেশি সময় ধরে এই মহিলা বাহিনীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে পুলিশ ট্রেনিং স্কুলে। এর মধ্যেই এই মহিলা বাহিনীকে স্বয়ংক্রিয় রাইফেল চালাতে দক্ষ করে তোলা হয়েছে। তাঁদের গুলি যাতে না ফস্কায়, সেভাবেই দেওয়া হচ্ছে প্রশিক্ষণ। পুলিশের সূত্র জানিয়েছে, বড়দিনের শুরুতেই পার্ক স্ট্রিট ও সংলগ্ন এলাকায় নারী সুরক্ষা ও সাধারণ মানুষের নিরাপত্তার জন্য নামানো হয়েছে এই মহিলা কমব্যাট ফোর্সকে।

[আরও পড়ুন: পৌষমেলার মধ্যেই ডিজে ‘বিতর্কে’ বিশ্বভারতী, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের দ্বারস্থ পরিবেশবিদ]

এই বাহিনী বড়দিন ও বর্ষবরণে পার্ক স্ট্রিটের কয়েকটি বিশেষ জায়গায় মোতায়েন করা হচ্ছে। শীতের বিকেলে প্রায় প্রত্যেকদিনই মানুষের ভিড় হয় ভিক্টোরিয়া মেমোরিয়াল ও শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে। ভিক্টোরিয়ার নিরাপত্তার সঙ্গে সঙ্গে মহিলা দর্শনার্থীদের সুরক্ষা বিষয়টি মাথায় রেখেই এই জায়গায় মোতায়েন করা হয়েছে মহিলা কমব্যাট বাহিনী। এদিন পুলিশ কমিশনার এই বাহিনী কেমন কাজ করছে, তা পরিদর্শনও করেন। এ ছাড়াও শহরের অন্য কয়েকটি জায়গায় মোতায়েন করা হচ্ছে এই বাহিনীকে।

লালবাজারের সূত্র জানিয়েছে, প্রয়োজনে কলকাতা পুলিশের কম্যান্ডোদের সঙ্গে পাল্লা দিয়ে দক্ষতার প্রমাণ দিতে পারবেন এই মহিলা কমব্যাট বাহিনীর সদস্যারা। এই মহিলা বাহিনী সুরক্ষা সংক্রান্ত যে কোনও কাজই যাতে সম্পন্ন করতে পারে, সেভাবেই প্রশিক্ষণ দেওয়া হয়েছে। বাহিনীর সদস্যরা আধুনিক অস্ত্র চালানোর সঙ্গে সঙ্গে ওস্তাদ মার্শাল আর্টে। এই মহিলা বাহিনীর কয়েকজন খালি হাতে সহজেই মোকাবিলা করতে পারেন দুষ্কৃতীদের। আবার কোনও মহিলা বড় ধরনের বিপদে পড়লে, খবর পেয়ে সেই জায়গায় গিয়ে তাঁরা সেই মহিলাকে উদ্ধার করতে পারেন। প্রয়োজনে জঙ্গি হানা থেকে শহরকে মুক্ত করতেও কাজে লাগানো হবে এই মহিলা বাহিনীকে। তাঁদের জন্য তৈরি হয়েছে অন্য ধরনের ইউনিফর্মও। পরবর্তীকালে এই বাহিনীকে এনএসজি বা সেনাবাহিনীর প্রশিক্ষণও দেওয়া হতে পারে বলে জানিয়েছে পুলিশ।

The post হাতে স্বয়ংক্রিয় রাইফেল, বড়দিনের আগেই রাস্তায় কলকাতা পুলিশের ‘ওয়ারিয়র্স’রা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement