shono
Advertisement
Bengaluru

পথ দুর্ঘটনার পর রাস্তাতেই প্রসব! মিনিট খানেকের ব্যবধানে মৃত্যু মা ও শিশুর

ঘাতক লরিটিকে আটক করেছে পুলিশ।
Published By: Subhankar PatraPosted: 05:31 PM Aug 08, 2024Updated: 05:54 PM Aug 08, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পিছন থেকে দ্রুত গতিতে ছুটে আসা একটি লরি ধাক্কা মারে স্কুটিতে। অভিঘাতে ছিটকে পড়েন আট মাসের অন্তঃসত্ত্বা। পিষ্ট হন লরির চাকায়। সেই অবস্থায় জন্ম দেন এক শিশু কন্যার। কিন্তু প্রাণ হারান তিনি। কিছুক্ষণের পরেই মৃত্যু হয় নবজাতকেরও। বুধবার সকালে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর নেলামঙ্গলায়। ঘাতক লরিটিকে আটক করেছে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম সিঞ্চানা। বয়স আনুমানিক ৩০। মহিলার স্বামীর নাম মঞ্জুনাথ। তিনি পেশায় ইঞ্জিনিয়ার। ঘটনার দিন ওই মহিলা স্বামীর স্কুটারে করে স্থানীয় শিবগঞ্জে একটি মন্দির দর্শন করে বাড়ি ফিরছিলেন। ৪ নম্বর জাতীয় সড়ক ধরে বাড়ি ফেরার সময় হঠাৎই একটি বাস তাঁদের স্কুটির সামনে দাঁড়িয়ে পড়ে। গাড়ি থামাতে বাধ্য হন মঞ্জুনাথ।

[আরও পড়ুন: ভিনেশকে রাজ্যসভায় পাঠানোর প্রস্তাব কংগ্রেসের! ‘রাজনীতি করবেন না’, বললেন মহাবীর]

এই সময় পিছন দিক থেকে দ্রুত গতিতে আসা একটি লরি ধাক্কা মারে তাঁদের। লরির তলায় ছিটকে পড়েন সিঞ্চানা। পিষে যান তিনি। সেই অবস্থাতাতেই কন্যা সন্তানের জন্ম দেন তিনি। যদিও কাউকেও প্রাণে বাঁচানো যায়নি। কয়েক মিনিটের ব্যবধানে মা ও সন্তানের মৃত্যু হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ট্রাক চালককে আটক করেছে নেলামঙ্গলা পুলিশ। ট্রাকটিকে আটক করা হয়েছে। 

মৃতার স্বামী বলেন, "আগামী ১৭ তারিখ ওর ডেলিভারির তারিখ ছিল। আমাদের কোম্পানির আরও একটি শাখা রয়েছে। আমার সেখানে চলে যাওয়ার কথা ছিল। তার আগে একসঙ্গে সময় কাটাতে চেয়েছিলাম। মন্দির থেকে ফিরে আসার পথে সব শেষ হয়ে গেল।" দুর্ঘটনার পর ঘটনাস্থলে যান জেলা পুলিশ সুপার সিকে বাবা। জানা গিয়েছে, দুর্ঘটনা প্রবণ জায়গাটিতে শেষ ৬ মাসে ৯০টি দুর্ঘটনা ঘটেছে। 

[আরও পড়ুন: সিবিআই জালে বন্দি কেজরি! ২০ আগস্ট পর্যন্ত বাড়ল জেল হেফাজত]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পিছন থেকে দ্রুত গতিতে ছুটে আসা একটি লরি ধাক্কা মারে স্কুটিতে।
  • অভিঘাতে ছিটকে পড়েন আট মাসের অন্তঃসত্ত্বা।
  • পিষে যান লরির চাকায়। সেই অবস্থায় জন্ম দেন এক শিশু কন্যার। কিন্তু প্রাণ হারান তিনি। কিছুক্ষণের পরেই মৃত্যু হয় নবজাতকের।
Advertisement