সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: রেমালের বলি আরও এক বৃদ্ধা। বাড়ির চালের উপর গাছ ভেঙে তাঁর প্রাণহানি হয়েছে বলেই খবর। দক্ষিণ ২৪ পরগনার নামখানার মৌসুনি গ্রাম পঞ্চায়েতের বাগডাঙার বাসিন্দা ওই বৃদ্ধা। চেষ্টা করলেও নিরাপদ জায়গায় তিনি সরতে রাজি হননি বলেই খবর। মৃত মহিলার পরিবারের সঙ্গে দেখা করেন মথুরাপুরের তৃণমূল প্রার্থী বাপি হালদার। সবরকম সাহায্যের আশ্বাসও দেন তিনি।
মৃত রেণুকা মণ্ডল, নামখানার মৌসুনি গ্রাম পঞ্চায়েতের বাগডাঙার বাসিন্দা। বছর আশির ওই মহিলা নিজের ঘরেই ছিলেন। সোমবার সকালে অ্যাসবেস্টাসের চালের উপর গাছ পড়ে। সেই সময় তিনি ওই ঘরে বসে খাওয়াদাওয়া করছিলেন। গাছ পড়ার ফলে প্রাণ যায় বৃদ্ধার।
রেমালের দাপটে মৃত রেণুকা মণ্ডল
বলে রাখা ভালো, নামখানায় ঝড়বৃষ্টি যে হবে, তা আগেই আঁচ করেছিল হাওয়া অফিস। সেই অনুযায়ী ওই এলাকার বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়। অশীতিপর বৃদ্ধা যেতে চাননি বলেই খবর। সে কারণে এমন দুর্ঘটনা ঘটল বলেই মনে করা হচ্ছে।
নামখানার বৃদ্ধার ভাঙা বাড়ি
[আরও পড়ুন: অরেঞ্জ ক্যাপ বিরাট, টুর্নামেন্টের সেরা নারিন, আইপিএলে আর কে কী জিতলেন?]
এর আগে রবিবার রাতে রেমালের দাপটে প্রাণ হারান কলকাতার এক যুবক। স্থানীয়দের দাবি, ১৫ নম্বর বিবির বাগান এলাকায় শেখ সাজিদ নামে এক ব্যক্তি পাশের বিল্ডিং থেকে উড়ে আসা চাঙড়ের ঘায়ে আঘাত পান। গুরুতর জখম অবস্থায় নীলরতন সরকার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ওই ব্যক্তির মৃত্যুতে শোকপ্রকাশ করেন মেয়র ফিরহাদ হাকিম। সব মিলিয়ে এখনও পর্যন্ত রেমালের দাপটে প্রাণ হারালেন ২ জন। শোকস্তব্ধ নিহতদের পরিবার।