সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শহরে আবারও অঙ্গদানের নজির৷ অ্যাপোলো হাসপাতালে কিডনি ও হৃৎপিণ্ড প্রতিস্থাপন হবে৷ এই প্রথম দাতা ও গ্রহীতা এই রাজ্যেরই বাসিন্দা৷ রবিবারই হবে অস্ত্রোপচার৷
[আবারও নজির তিলোত্তমায়, নারীর বুকে বসবে পুরুষের হৃদয়]
বারুইপুরের বাসিন্দা চম্পা নস্কর দিনকয়েক আগে অসুস্থ হয়ে পড়েন৷ দিনকয়েক ধরে এলাকারই হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর৷ ক্রমশই শারীরিক অবস্থার অবনতি হতে থাকে ওই মহিলার৷ শনিবার রাতে সব শেষ৷ চিকিৎসকরা জানান ব্রেন ডেথ হয়েছে চম্পার৷ এরপরই ওই মহিলার পরিজনেরা অঙ্গদানের সিদ্ধান্ত নেন৷ সেই মতো চিকিৎসকদের সঙ্গে কথা বলেন তাঁরা৷ চিকিৎসকরা জানান, চম্পার কিডনি ও হৃৎপিণ্ড দান করা যেতে পারে৷ এরপর ওই হাসপাতালের চিকিৎসকরাই অ্যাপোলো হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে৷ কিডনি ও হৃৎপিণ্ড গ্রহীতার খোঁজ করা হয়৷ দীর্ঘক্ষণ আলোচনার পর হৃৎপিণ্ড ও কিডনি গ্রহীতার খোঁজ মেলে৷ সেই অনুযায়ী ভোররাতে গ্রিন করিডরের মাধ্যমে বারুইপুর থেকে অ্যাপোলাতে পৌঁছায় অঙ্গ৷ রবিবার বেলার দিকে দুজন গ্রহীতার অস্ত্রোপচার করা হবে৷
[ফের সোয়াইন ফ্লু-তে প্রাণহানি, বেলেঘাটার হাসপাতালে মৃত্যু গোঘাটের মহিলার]
চলতি বছর মে মাসেই প্রথম হৃদযন্ত্র প্রতিস্থাপনের নজির তৈরি করে তিলোত্তমা৷ এরপর গত ২৩ সেপ্টেম্বর রাতে শহরে একের হৃৎপিণ্ডে নয়া জীবন শুরু করেন আরেক রোগী৷ তার ঠিক ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই আবারও একই উদ্যোগ৷ পূর্ব ভারতে তৃতীয়বার হৃৎপিণ্ড প্রতিস্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়৷ এবার বারুইপুরের চম্পার হৃৎপিণ্ড ও কিডনি পাবেন দুজন রোগী৷ তবে আগের প্রতিটি ক্ষেত্রেই গ্রহীতা এ রাজ্যের বাসিন্দা হলেও, অঙ্গ দাতারা ছিলেন ভিন রাজ্যের বাসিন্দা৷ এই প্রথমবার দাতা ও গ্রহীতা দু’জনই বাংলার বাসিন্দা৷
The post শহরে ফের অঙ্গদানের নজির, দাতা ও গ্রহীতা দু’জনই এই রাজ্যের appeared first on Sangbad Pratidin.