shono
Advertisement
Kanpur

পোর্শেকাণ্ডের ছায়া এবার উত্তরপ্রদেশে, স্কুটিচালক মহিলাকে শূন্যে উড়িয়ে দিল কিশোরের গাড়ি

গাড়িটি ঘণ্টায় একশো কিমিরও বেশি গতিতে চলছিল বলে দাবি।
Published By: Biswadip DeyPosted: 09:00 AM Aug 04, 2024Updated: 09:00 AM Aug 04, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুণের পোর্শেকাণ্ডের পুনরাবৃত্তি এবার যোগীরাজ্যে। কানপুরে এক বিলাসবহুল গাড়ি পিষে দিল স্কুটিচালক মহিলা ও তাঁর বারো বছরের মেয়েকে। অভিযুক্ত এক কিশোর। তার বয়স সতেরো। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) এই ঘটনায় বিতর্ক তুঙ্গে।

Advertisement

ঠিক কী হয়েছিল? কানপুরের পুলিশ জানাচ্ছে, মেয়েকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন ওই মহিলা। উলটো দিক থেকে আসছিল গাড়িটি। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, যার চালকের আসনে ছিল এক নাবালক। সঙ্গে ছিল বন্ধুরা। তাদের সামনে গাড়ি নিয়ে স্টান্টবাজি করার চেষ্টা করছিল সে। আর ওই কেরামতি দেখানোর সময়ই সামনে পড়ে যান স্কুটি চালক মহিলা ও তাঁর কন্যা। মুহূর্তে তাঁদের পিষে দেয় গাড়ি। মহিলার মৃত্যু হয়েছে। তাঁর মেয়ে গুরুতর আহত।

 

[আরও পড়ুন: চণ্ডীগড়ে আদালতের মধ্যে আমলাকে গুলি করে হত্যা! অভিযুক্ত প্রাক্তন পুলিশকর্তা শ্বশুর]

জানা গিয়েছে, স্থানীয়রা অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দিয়েছেন। ওই কিশোরের কাছে ড্রাইভিং লাইসেন্স পাওয়া যায়নি বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে। পরে পুলিশকে অভিযুক্তর বাবা জানিয়েছেন, ছেলে তাঁর অজ্ঞাতসারেই ওই গাড়িটি নিয়ে বেরিয়েছিল। বোনকে কলেজে পৌঁছে দিতে যায় সে। আর তখনই ঘটেছে দুর্ঘটনা।

সিসিটিভি ফুটেজ দেখে শিউরে উঠছেন তদন্তকারীরা। দেখা গিয়েছে দ্রুতগামী মারুতি সিয়াজ গাড়িটি এসে ধাক্কা মারছে স্কুটারটিকে। বিপদ বুঝে ডানদিকে টার্ন নেওয়ার চেষ্টা করছেন মহিলা। কিন্তু এর পরই গাড়ির ধাক্কায় তাঁরা শূন্যে উঠে যান। আনুমানিক ২০-৩০ ফুট উপরে ছিটকে যান দুজন। প্রত্যক্ষদর্শীদের দাবি, গাড়িটি ঘণ্টায় ১০০ কিমিরও বেশি গতিবেগে ছুটছিল। ওই স্কুটার ছাড়াও আরও দুটি গাড়িকে ধাক্কা মেরেছিল সেটি। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনা ঘটানো গাড়ির ভিতরে দুজন ছেলে ও দুজন মেয়ে ছিল। চোট লেগেছে তাদেরও। নিহত মহিলার পরিবার অভিযুক্তর চরমতম শাস্তির দাবি জানিয়েছে। সম্প্রতি পুণেতে দুই তরুণ ইঞ্জিনিয়ারকে পিষে দেয় একটি পোর্শে। এর পরও মুম্বই, নাসিকে একই রকম দুর্ঘটনা ঘটেছে। যার পুনরাবৃত্তি ঘটল কানপুরে।

[আরও পড়ুন: ‘রামের অস্তিত্বের কোনও ঐতিহাসিক প্রমাণ নেই’, ডিএমকে নেতার মন্তব্যে বিতর্ক তুঙ্গে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পুণের পোর্শেকাণ্ডের পুনরাবৃত্তি এবার যোগীরাজ্যে।
  • কানপুরে এক বিলাসবহুল গাড়ি পিষে দিল স্কুটিচালক মহিলা ও তাঁর বারো বছরের মেয়েকে।
  • অভিযুক্ত এক কিশোর। তার বয়স সতেরো। উত্তরপ্রদেশের এই ঘটনায় বিতর্ক তুঙ্গে।
Advertisement