shono
Advertisement
Uttar Pradesh

সম্পর্ক ভাঙায় 'শাস্তি', বিয়ের দিনে বিউটি পার্লারে ঢুকে তরুণীকে গুলিতে ঝাঁঝরা প্রাক্তন প্রেমিকের! 

পলাতক অভিযুক্তের খোঁজে পুলিশ।
Published By: Kishore GhoshPosted: 09:25 PM Jun 24, 2024Updated: 09:25 PM Jun 24, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২২ বছরের তরুণী তখন শহরের একটি বিউটি পার্লারে। আজই বিয়ে বলে কথা। নববধূর সাজ প্রায় সম্পূর্ণ হয়ে গিয়েছিল। তখনই পার্লারের কাচের দরজা ভেঙে ভিতরে ঢোকে প্রাক্তন প্রেমিক! প্রেম ভাঙার শাস্তি হিসেবে গুলিতে ঝাঁঝরা করে দিলেন তরুণীকে। ঘটনার পরেই পালিয়ে যান যুবক। রক্তাক্ত তরুণীকে উদ্ধার করে হাসাপাতালে নিয়ে হলেও বাঁচাতে পারেননি চিকিৎসকরা। রবিবার উত্তরপ্রদেশে ঝাঁসির এই খুনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতা তরুণীর নাম কাজল। তিনি মধ্যপ্রদেশের দাতিয়ার বাসিন্দা। হত্যাকারী যুবক দীপকের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তাঁর। হত্যাকাণ্ডের একটি ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। যেখানে দেখা গিয়েছে, পার্লারের বাইরে দাঁড়িয়ে রুমালে মুখ ঢাকা যুবক। তিনি চিৎকার করছেন, "কাজল বাইরে এসো, তুমি আমায় ধোঁকা দিয়েছ।" এর পরেই পার্লারের ভিতরে ঢুকে কাজলকে গুলিতে ঝাঁঝরা করে দেন তিনি। পার্লারের সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, খুনের পরে ছুটে পালাচ্ছেন যুবক। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। এখনও পর্যন্ত অভিযুক্তের খোঁজ মেলেনি।

 

[আরও পড়ুন: পাকিস্তানে চরম নির্যাতনের শিকার সংখ্যালঘুরা, সংসদে মানল শাহবাজ সরকার]

হবু বধূর বোন নেহা বলেন, "বোন বিয়ের জন্য তৈরি হয়ে গিয়েছিল। তখনই ও আসে এবং বোনকে বাইরে আসতে বলে। বোন বাইরে না আসায় দরজা ভেঙে ভিতরে ঢুকে গুলি চালায়।" নেহা আরও জানান, দীপক তাঁদের গ্রামের ছেলে। চোখের সামনে খুন হতে দেখেন জাহ্নভি ঝা নামের এক তরুণী। তিনি ওই সময় ঘটনাস্থলেই ছিলেন। বলেন, "আমি সাড়ে ছটার সময় আসি। তরুণীর বিয়ের মেকআপ প্রায় হয়ে গিয়েছিল। তখনই মুখ ঢাকা যুবক আসে। কাচের দরজা ভেঙে ভিতরে ঢুকে গুলি চালিয়েই পালিয়ে যায়।

 

[আরও পড়ুন: বিদায় ওয়ানড়, অধিবেশনের প্রথম দিন সাংসদ পদ থেকে ইস্তফা রাহুলের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতা তরুণীর নাম কাজল।
  • পার্লারের সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, খুনের পরে ছুটে পালাচ্ছেন যুবক।
Advertisement