shono
Advertisement

রাজধানীতে প্রকাশ্যে তরুণীকে ২২ বার ছুরিকাঘাত, উদাসীন পথচারীরা

আরও একবার রাজধানীর অমানবিক মুখ দেখল গোটা দেশ৷ The post রাজধানীতে প্রকাশ্যে তরুণীকে ২২ বার ছুরিকাঘাত, উদাসীন পথচারীরা appeared first on Sangbad Pratidin.
Posted: 11:13 PM Sep 20, 2016Updated: 05:45 PM Sep 20, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিনের আলোয় দিল্লির রাস্তায় এক তরুণীকে টানা ২২ বার ছুরির আঘাত করল এক ব্যক্তি৷ বারংবার আঘাতে পথে লুটিয়ে পড়লেন তিনি৷ আশেপাশে দাঁড়িয়ে তা দেখলেন দু’একজন৷ কেউ কেউ আবার বাইক নিয়ে চলেও গেলেন৷ কিন্তু কেউই সাহায্যের জন্য এগিয়ে এলেন না৷ আরও একবার যেন রাজধানীর অমানবিক মুখ দেখল গোটা দেশ৷

Advertisement

মঙ্গলবার আচমকাই করুণার উপর চড়াও হন ওই ব্যক্তি৷ সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, বারংবার তাঁকে ছুরি দিয়ে আঘাত করছে এক ব্যক্তি৷ টানা ছুরিকাঘাতে লুটিয়ে পড়া করুণাকে লাথি মেরে চলে যায় ওই ব্যক্তি৷ করুণার দাদা আদিত্য মালিক জানাচ্ছেন, সুরিন্দর সিং নামে ওই ব্যক্তি প্রায় বছরখানেক ধরে জ্বালাতন করছেন করুণাকে৷ এ নিয়ে দুই পরিবারের মধ্যে বচসাও হয়৷ কিছুদিন আগে পুলিশের কাছে এ ব্যাপারে অভিযোগও দায়ের করে করুণার পরিবার৷ পেশায় করুণা ছিলেন স্কুল শিক্ষিকা৷ অন্যদিকে সুরিন্দরের থেকে ডিভোর্স চেয়েছে তার স্ত্রী৷ সেই মামলার এখনও নিষ্পত্তি হয়নি৷ এর মধ্যেই বেশ কয়েক মাস ধরেই এখানে ওখানে করুণার পিছু পিছু ঘুরতে থাকে সে৷ কিন্তু করুণা তার প্রতি আগ্রহ দেখাননি৷ মনে করা হচ্ছে, সেই রাগেই এমন নৃশংস কাজ করেছে ওই ব্যক্তি৷

সেই সঙ্গে রাজধানী আরও একবার যেন অমানবিকতার নমুনা তুলে ধরল৷ এর আগে দিল্লিতে দুর্ঘটনাগ্রস্ত এক ব্যক্তিকে ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় পড়ে থাকতে দেখা গিয়েছিল৷ সাহায্যের জন্য কেউ এগিয়ে আসেননি৷ তা নিয়ে সমালোচনার ঝড়ও উঠেছিল৷ নির্ভয়া-কাণ্ডের স্মৃতি তো এখনও দেশবাসীর মনে টাটকা৷ তার মধ্যেই ঘটল এই ঘটনা৷ সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, একাধিক ব্যক্তি ওই সময় পাশ দিয়ে চলে গেলেও কেউই সাহায্যের জন্য দাঁড়াননি৷এমনকী পাশে দাঁড়িয়ে ভয়ে ভয়ে দু’জন দেখেওছেন, কিন্তু করুণাকে বাঁচানোর কোনওরকম উদ্যোগ নেননি৷ সহ-নাগরিকের প্রতি যে নূন্যতম কর্তব্য করা উচিত, সে ব্যাপারেও যেন উদাসীন রাজধানী৷

The post রাজধানীতে প্রকাশ্যে তরুণীকে ২২ বার ছুরিকাঘাত, উদাসীন পথচারীরা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement