shono
Advertisement

অফিসেই উদ্ধার মহিলা তথ্য-প্রযুক্তি কর্মীর দেহ, গ্রেফতার নিরাপত্তাকর্মী

গত দুই মাসে দুই মহিলা তথ্য-প্রযুক্তি কর্মী মৃত্যুকে কেন্দ্র করে দানা বাঁধছে রহস্য৷ ধন্দে পুলিশ৷
Posted: 09:52 AM Jan 30, 2017Updated: 06:10 AM Jan 30, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অফিসের মধ্যেই উদ্ধার হল মহিলা তথ্য-প্রযুক্তি কর্মীর মৃতদেহ৷ মৃতের নাম কে রসিলা রাজু (২৫)৷ কেরলের ওই বাসিন্দা তথ্য-প্রযুক্তি সংস্থা ইনফোসিসে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতেন৷ খুনের অভিযোগে অফিসের এক নিরপত্তাকর্মীকে গ্রেফতার হয়েছে৷

Advertisement

পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার বৈশালি যাদব জানান, রবিবার ছুটির দিনেও কাজ করছিলেন রাজু৷ বিশেষ একটি প্রজেক্টের কাজ শেষ করার কথা ছিল তাঁর৷ বেলা তিনটে নাগাদ তিনি অফিসে পৌঁছান৷ পাঁচটা নাগাদ প্রজেক্ট ম্যানেজার তাঁর মোবাইলে ফোন করেন৷ রাজুকে ফোনে না পেয়ে তিনি রিসেপশনে ফোন করে নিরাপত্তারক্ষীদের অফিসে গিয়ে দেখতে বলেন রাজু কোথায় আছেন৷ নিরপত্তাকর্মীরা এসে দেখতে পান নিজের ডেস্কের পাশেই অচৈতন্য হয়ে পড়ে আছেন রাজু৷ পরে জানা যায় তাঁর মৃত্যু হয়েছে৷ খবর দেওয়া হয় পুলিশে৷

কানাডার মসজিদে দুষ্কৃতীদের এলোপাথাড়ি গুলিতে নিহত ৫

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, কম্পিউটারের তার দিয়ে গলায় ফাঁস লাগিয়ে খুন করা হয়েছে রাজুকে৷ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে৷ ঘটনার জেরে সংস্থারই এক নিরাপত্তারক্ষীকে গ্রেফতার করা হয়েছে৷ অভিযোগ, বেশ কয়েকদিন ধরেই রাজুকে উত্যক্ত করছিল ওই কর্মী৷ এদিন রাজুকে একা পেয়ে ফের অশালীন আচরণ করে৷ এর প্রতিবাদ করেন রাজু৷ দু’জনের মধ্যে বচসা হয়৷ সেই রাগের বশেই রাজুকে খুন করে ওই নিরাপত্তাকর্মী৷

বন্ধ ফ্ল্যাটে উদ্ধার মা-মেয়ের মৃতদেহ, ছড়াল চাঞ্চল্য

গত দুই মাসে এই নিয়ে দ্বিতীয়বার পুনেতে খুন হলেন মহিলা তথ্য-প্রযুক্তি কর্মী৷ এর আগে রাস্তায় কুপিয়ে খুন করা হয় বাঙালি সফটওয়্যার ইঞ্জিনিয়ার অন্তরা দাসকে৷ অন্তরার বাড়ি ছিল বেহালার সরশুনা এলাকায়৷ পুনের এক নামী সংস্থায় কাজ করতেন অন্তরা৷ ঘটনায় মূল অভিযুক্ত সন্তোষ কুমারকে গ্রেফতার করা হয়৷ প্রেমে প্রত্যাখ্যাত হয়েই পরিকল্পনা করে নৃশংসভাবে অন্তরাকে খুন করেছিল সন্তোষ৷

অন্তরা হত্যাকাণ্ডে গ্রেপ্তার মূল অভিযুক্ত সন্তোষ

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement