সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক’দিন আগেই মধ্যপ্রদেশের কংগ্রেস নেতা কমল নাথ এক বিজেপি নেত্রীকে ‘আইটেম’ বলে বিতর্কে জড়িয়েছিলেন। এবার কেরলের (Kerala)কংগ্রেস (Congress) নেতা মুলাপল্লি রামচন্দ্রণ নতুন বিতর্ক তৈরি করলেন। তাঁর দাবি, যে মহিলার আত্মসম্মান রয়েছে, তিনি ধর্ষণের (Rape) শিকার হলেই আত্মহত্যা করবেন। অথবা চেষ্টা করবেন যাতে তাঁকে আবারও যৌন নির্যাতনের শিকার না হতে হয়।
রবিবার এক জনসভায় কেরলের প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি রামচন্দ্রণ ওই মন্তব্য করেন। সম্প্রতি এক মহিলা কেরলের এক কংগ্রেস নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছেন। সেই প্রসঙ্গেই এমন কথা বলেন রামচন্দ্রণ। রাজ্যের বামফ্রন্ট সরকারের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দেন তিনি। তাঁর দাবি, কেরল সরকারই চক্রান্ত করে ওই মহিলাকে এমন বিবৃতি দেওয়ার নির্দেশ দিয়েছে। কংগ্রেস সভাপতির কথায়, ‘‘ওঁর কথা শুনে শুনে কেরলের মানুষ ক্লান্ত। একজন মহিলা যৌন হয়রানির শিকার হলে আত্মসম্মান বাঁচাতে মৃত্যুকে বেছে নেবেন।’’
[আরও পড়ুন: বিজেপিকে নকল করতে থাকলে কংগ্রেস ‘শূন্য’ হয়ে হবে, ‘নরম হিন্দুত্ব’ নিয়ে সতর্কবার্তা থারুরের]
ওই অভিযোগকারিণীকে কটাক্ষ করে তিনি আরও বলেন, ‘‘রোজ সকালে ঘুম থেকে উঠেই ওঁ দাবি করেন ওঁকে ধর্ষণ করা হয়েছে।’’ এরপর মুখ্যমন্ত্রীর উদ্দেশে তাঁর বক্তব্য, ‘‘মাননীয় মুখ্যমন্ত্রী, আপনার খেলা এখানে চলবে না। ব্ল্যাকমেলের রাজনীতি করে লাভ নেই। কেরলের মানুষ সব বুঝতে পারছেন।’’ অভিযোগকারিণীকে ‘গণিকা’ বলেও কটাক্ষ করেন রামচন্দ্রণ।
তাঁর এমন মন্তব্যের তীব্র বিরোধিতা করেছেন রাজ্যের মহিলা ও শিশুকল্যাণমন্ত্রী কেকে শৈলজা। তিনি জানাচ্ছেন, ‘‘উনি বলেছেন আত্মসম্মান থাকলে কোনও মহিলা ধর্ষিতা হলে আত্মহত্যা করবেন। ধর্ষণ কি কোনও মহিলার দোষ? আত্মসম্মান নেই বলে তাঁরা সকলে আত্মহত্যা করেন না? কোনও ধর্ষিতাই অপরাধী নন। যারা ধর্ষণ করে অপরাধী তারাই। তাদের শাস্তি হওয়া উচিত। কোনও মহিলার যখন এমন অভিজ্ঞতা হয়, তখন তাঁকে প্রচণ্ড শারীরিক ও মানসিক কষ্ট ভোগ করতে হয়। তাঁদের আত্মহত্যা করার কথা যিনি বলতে পারেন তাঁর মানসিকতা ভয়ংকর। এটা সম্পূর্ণ ভুল।’’
প্রসঙ্গত, পরে রামচন্দ্রণ তাঁর মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন। তাঁর দাবি, তাঁর কথায় যদি কারও খারাপ লেগে থাকে সেজন্য তিনি দুঃখিত। তবে তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা হয়েছে বলেও জানান তিনি।