shono
Advertisement
Uttar Pradesh

পালিয়ে বিয়ে, মদের আসরে ডেকে জামাইকে খুন করালেন শ্বশুর!

অভিযোগ, গয়না বন্ধক দিয়ে 'সুপারি' দেওয়া হয়েছিল ভাড়াটে খুনিদের।
Published By: Biswadip DeyPosted: 08:57 AM Jun 30, 2024Updated: 08:57 AM Jun 30, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাঁচ বছর আগে মেয়ে বাড়ির অমতে বিয়ে করেছে পছন্দের পাত্রকে। সেই থেকেই রাগ পুষে রেখেছিলেন বাবা। অবশেষে মদের আসরে নিমন্ত্রণ করে জামাইকে খুন করালেন ভাড়াটে খুনি দিয়ে! এমনই অভিযোগ উঠল উত্তরপ্রদেশের (Uttar Pradesh) গ্রেটার নয়ডায় এক যুবকের মৃত্যুকে ঘিরে। ইতিমধ্যেই তাঁর শ্বশুর, খুড়শ্বশুর ও দুই ভাড়াটে খুনিকে গ্রেপ্তার করেছে পুলিশ। যদিও এখনও দুজন পলাতক। তাদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।

Advertisement

ঠিক কী হয়েছিল? বাড়ির অমতে বিয়ে করেছিলেন তরুণী। দেখতে দেখতে কেটে গিয়েছিল পাঁচ বছর। অবশেষে সেই বিয়েকে মেনে নেওয়ার আশ্বাস দেন তাঁর বাড়ির লোকেরা। জামাইকে ডেকে পাঠানো হয় মদের আসরে যোগ দেওয়ার জন্য। বিন্দুমাত্র সন্দেহ না করে গত ১৬ জুন সেই আমন্ত্রণে সাড়া দেন ওই যুবক। অভিযোগ, এর পরই বাড়ি ফেরার পথে তাঁর উপরে হামলা করে দুই পেশাদার খুনি। গলা টিপে খুন করা হয় তাঁকে। পরে উদ্ধার হয় তাঁর দেহ।

[আরও পড়ুন: কোপায় জয়ের হ্যাটট্রিক, অপরাজিত থেকে নকআউটে আর্জেন্টিনা

তদন্তে নেমে পুলিশের দাবি, ওই পরিবার গয়না বন্ধক রেখে খুনের জন্য 'সুপারি' দিয়েছিল! গ্রেপ্তার করা হয়েছে নিহত যুবকের শ্বশুর, খুড়শ্বশুর ও দুই কন্ট্র্যাক্ট কিলারকে। এখনও দুই অভিযুক্ত পলাতক। খুনের অস্ত্র টাওয়েল উদ্ধার করা হয়েছে। অপরাধীরা যে গাড়িতে এসেছিল সেটিও বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা। উদ্ধার হয়েছে বন্ধক রাখা গয়নাও। বাকি দুই অভিযুক্তকে এখনও খুঁজছে পুলিশ।

[আরও পড়ুন: অপ্রতিরোধ্য জার্মানি, ডেনমার্ককে হারিয়ে কোয়ার্টার ফাইনালে মুসিয়ালারা

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পাঁচ বছর আগে মেয়ে বাড়ির অমতে বিয়ে করেছে পছন্দের পাত্রকে। সেই থেকেই রাগ পুষে রেখেছিলেন বাবা।
  • অবশেষে মদের আসরে নিমন্ত্রণ করে জামাইকে খুন করালেন ভাড়াটে খুনি দিয়ে!
  • এমনই অভিযোগ উঠল উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায় এক যুবকের মৃত্যুকে ঘিরে।
Advertisement