shono
Advertisement
Uttar Pradesh

যোগীরাজ্যে জাতীয় সড়কের ধারে মহিলার মুণ্ডহীন নগ্ন দেহ, ধর্ষণ করে খুন?

মৃতার পরিচয় জানতে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছি পুলিশ।
Published By: Kishore GhoshPosted: 12:56 PM Sep 12, 2024Updated: 01:13 PM Sep 12, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যোগীরাজ্যে ভয়ংকর ঘটনা। কানপুরে জাতীয় সড়কের ধার থেকে নগ্ন মহিলার মুন্ডহীন দেহ উদ্ধার। মনে করা হচ্ছে, ধর্ষণ করে খুন করা হয়েছিল ওই মহিলাকে। পরে রাস্তায় দেহ ফেলে পালিয়ে যায় দুষ্কৃতীরা। তদন্তে নামলেও এখনও পর্যন্ত মহিলার পরিচয় জানতে পারেনি পুলিশ। নৃশংস ঘটনাটি প্রকাশ্যে আসতেই ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে কানপুর শহরে। এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

Advertisement

কানপুরে গুজৈনির কাছে জাতীয় সড়কের পাশে পড়েছিল মহিলা মুন্ডুহীন নগ্ন দেহ। মৃতার পরিচয় জানতে ওই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে পুলিশের নজরে এসেছে, দেহ উদ্ধারের ঘণ্টা খানেক আগে উলটো দিকের হাসপাতালের সামনে একই রকম দৈহিক গঠনের এক মহিলা। ওই মহিলার পরনে ছিল ধূসর ট্রাউজার্স। অন্য দিকে দেহের পাশে মিলেছে ধূসর রঙের পোশাকের অংশ। উল্লেখ্য, একজোড়া হাওয়াই চটিও মিলেছে জাতীয় সড়কের ধারে।

 

[আরও পড়ুন: ভাঙা হাতেই প্রতিবাদে পথে নামলেন মিঠুন, বিবেক জাগরণ যাত্রায় মহাগুরু]

মহিলার মৃত্যুর কারণ জানতে দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। যদিও এখনও পর্যন্ত আশপাশের এলাকায় কোনও মহিলার নিখোঁজ ডায়েরির খবর নেই। ওই এলাকার বাসিন্দাদের সঙ্গেও কথা বলছেন তদন্তকারীরা। ফরেনসিক বিশেষজ্ঞ ঘটনাস্থল থেকে দাঁত এবং হাড়ের নমুনা সংগ্রহ করেছেন। ঘটনাটি খুনের নাকি দুর্ঘটনার তা এখনও স্পষ্ট নয়, বক্তব্য পুলিশের।

 

[আরও পড়ুন: ‘খালি পেটে বিপ্লব হয় না, পুজোয় আছি, উৎসবে নেই’, অবস্থান স্পষ্ট করলেন স্বস্তিকা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মহিলার মৃত্যুর কারণ জানতে দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।
  • এখনও পর্যন্ত আশপাশের এলাকায় কোনও মহিলার নিখোঁজ ডায়েরির খবর নেই।
Advertisement