ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election) আবহেও তৃণমূলের কেন্দ্র বিরোধিতায় এতটুকুও ভাটা পড়ছে না। মনোনয়ন পর্ব, প্রার্থী তালিকা প্রস্তুতির মধ্যেই মঙ্গলবার কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে জোড়া মিছিলের কর্মসূচি নিয়েছে মহিলা তৃণমূল কংগ্রেস (TMC)। বিকেলে শহরের দুই প্রান্তে মিছিলের নেতৃত্বে থাকবেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya) ও সাংসদ মালা রায়। দুপুর তিনটের পর হবে মিছিল। ১০০ দিনের টাকা-সহ একাধিক বিষয়ে বাংলাকে বঞ্চনার অভিযোগে ফের প্রতিবাদে সরব হবেন তাঁরা।
মহিলা তৃণমূল সূত্রে খবর, মঙ্গলবার বিকেল সাড়ে তিনটে নাগাদ মৌলালি থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিলে (Rally) নামবেন কর্মীরা। অর্থমন্ত্রী তথা দমদম, উত্তর কেন্দ্রের তৃণমূল বিধায়ক এই মিছিলের নেতৃত্ব দেবেন চন্দ্রিমা ভট্টাচার্য। আরেকটি মিছিল বেরবে গোলপার্ক থেকে। যাবে রাসবিহারী পর্যন্ত। বিকেল ৩টে ৪৫ নাগাদ গোলপার্ক থেকে বেরনোর মিছিলে নেতৃত্ব দেবেন দক্ষিণ কলকাতার সাংসদ মালা রায় (Mala Roy)। প্রাথমিকভাবে এমনই ঠিক হয়েছে মহিলা তৃণমূলের তরফে।
[আরও পড়ুন: নিয়ম ভেঙে ডিফেন্স অডিট দপ্তরের গোপন ছবি ‘বন্ধু’কে পাঠিয়ে গ্রেপ্তার মহিলা]
এর আগেও একাধিকবার কলকাতা এবং রাজ্য়ের বিভিন্ন প্রান্তে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে এভাবেই পথে নেমেছে মহিলা তৃণমূল নেতৃত্ব। কখনও কলকাতায় ৩৬ ঘণ্টার ধরনা কর্মসূচি, কখনও আবার উত্তরবঙ্গে অবস্থান বিক্ষোভ। প্রতি ক্ষেত্রেই নিশানায় কেন্দ্রীয় বঞ্চনা। বাংলার প্রতি অবহেলার পাশাপাশি দ্রব্যমূল্য বৃদ্ধির মতো জ্বলন্ত ইস্যুতেও গর্জে উঠেছেন চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা, মালা রায়রা। এবার সেই কর্মসূচিতে জুড়তে চলেছে মঙ্গলবারের জোড়া মিছিল।