গরহাজির সুহানা, আইপিএল নিলামের গ্ল্যামার বাড়ালেন এই দেশি ডিভারা
ক্রিকেটারদের নিয়ে দর কষাকষির মাঝেই নেটদুনিয়ায় জোর চর্চা তাঁদের নিয়ে।
Tap to expand
জমে উঠেছে আইপিএলের অকশন। ক্রিকেটারদের নিয়ে দর কষাকষি ছাড়াও নিলামে নজর কেড়েছেন ৫ নারীও। নিলাম পরিচালনা থেকে শুরু করে দলগঠন-নিলামে প্রত্যক্ষ ভূমিকা রয়েছে তাঁদের।
Tap to expand
আইপিএল নিলাম পরিচালনার দায়িত্বে রয়েছেন মল্লিকা সাগর। দীর্ঘদিন ধরে রক্তচাপ বাড়ানো একাধিক নিলাম পরিচালনা করেছেন তিনি। শিল্পের ইতিহাস নিয়ে পড়াশোনা করেছেন।
Tap to expand
আইপিএল নিলামের বরাবরের আকর্ষণ কাব্য মারান। সানরাইজার্স হায়দরাবাদের মালকিনকে নিয়ে সবসময় চর্চা চলে নেটদুনিয়ায়। অকশনের সময়ে দর কষাকষিতে সিদ্ধহস্ত কাব্য।
Tap to expand
বলিউডের 'প্রিটি ওম্যান' প্রতিবারই হাজির থাকেন আইপিএল নিলামের টেবিলের। পাঞ্জাব কিংসের মালকিনকে বিড করতেও দেখা যায়।
Tap to expand
অতীতে কেকেআরের নিলাম টেবিলে থাকতে শাহরুখ খান, জুহি চাওলারা। তবে এখন দলগঠনের সিদ্ধান্ত নিতে দেখা যায় জুহিকন্যা জাহ্নবী মেহতাকে।
Tap to expand
কেবল নিলামের টেবিলে নয়, মাঠে থেকেও পাঞ্জাবের হয়ে গলা ফাটান প্রীতি। তাঁর টোল পড়া হাসি সবসময় নজর কেড়ে নেয় ক্রিকেটপ্রেমীদের।
Tap to expand
হায়দরাবাদের প্রত্যেকটা ছক্কায় শিশুদের মতো লাফিয়ে ওঠেন। হেরে গেলে কাঁদেন। সানরাইজার্সের 'বিগেস্ট ফ্যান গার্ল' কাব্যকে নিয়ে সবসময়েই আকর্ষণ থাকে আইপিএলপ্রেমীদের।
Tap to expand
অতীতে শিল্পদ্রব্যের নিলাম করাতেন মল্লিকা। খেলার সঙ্গে কোনও যোগ না থাকলেও গত দুবার সফলভাবে আইপিএলের নিলাম পরিচালনা করেছেন। তবে মেগা অকশনে এটাই তাঁর প্রথমবার।
Tap to expand
মুম্বই ইন্ডিয়ান্সের মালকিন নীতা অম্বানির দিকেও নজর থাকে অকশনে। ভারতের অন্যতম ধনী মহিলা কীভাবে অকশনের ছক সামলে দল সাজান, সেই নিয়ে চর্চা চলে ক্রিকেটমহলে।
Tap to expand
আইপিএল নিলামের প্রথমদিকে নিলামে অংশ নিতেন জুহি। তবে ইদানীংকালে অভিনেত্রীকে নিলামের টেবিলে দেখা যায় না। যদিও জেড্ডায় নিলামের সময়ে হাজির ছিলেন।
Tap to expand
নিলামের সময়ে পুরুষদের সঙ্গে তাল মিলিয়ে ক্রিকেটারদের জন্য দর কষেন তাঁরা। এই নারীদের জন্যই আরও প্রতিবার আরও আলোকিত হয়ে ওঠে আইপিএল নিলাম।
Published By: Anwesha AdhikaryPosted: 05:10 PM Nov 25, 2024Updated: 05:10 PM Nov 25, 2024
ক্রিকেটারদের নিয়ে দর কষাকষির মাঝেই নেটদুনিয়ায় জোর চর্চা তাঁদের নিয়ে।