সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ টি-টোয়েন্টির ফাইনালে আগেই পৌঁছে গিয়েছিলেন মিতালি রাজ অ্যান্ড কোম্পানি। শুক্রবার নেপালকে হারিয়ে বিশ্ব রেকর্ড করল ভারতীয় প্রমীলাবাহিনী।
কী ইতিহাস গড়লেন তাঁরা? মাত্র ২১ রানে নেপালকে অলআউট করে দিলেন হরমনপ্রীত কৌররা। এই প্রথম কোনও দল মহিলা টি-টোয়েন্টি টুর্নামেন্টে এত কম রানে কোনও প্রতিপক্ষকে গুটিয়ে দিল। সেই অসাধ্য সাধনের অন্যতম কাণ্ডারি হলেন পুনম যাদব। একাই তুলে নেন তিনটি উইকেট। দু’টি করে উইকেট নেন মেঘনা এবং অনুজা পাতিল। ভারতীয় বোলারদের ঝোড়ো বোলিংয়ের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ে নেপালের ব্যাটিং লাইন আপ। ব্যাট হাতে সর্বোচ্চ ৬ রান করেন সরিতা মাগর।
নিয়মরক্ষার ম্যাচে অধিনায়ক মিতালিকে বিশ্রাম দেওয়া হয়েছিল। এদিন ব্যাংককে টসে জিতে ভারতকে ব্যাটিং করতে পাঠায় নেপাল। নির্ধারিত ওভারে পাঁচ উইকেটে ১২০ রানে শেষ হয় ভারতীয় ইনিংস। ৩৯ রানে অপরাজিত থাকেন শিখা পাণ্ডে। এদিনের জয়ের ফলে চলতি টুর্নামেন্টে টানা পাঁচ ম্যাচে পাঁচটিতেই জিতে ফাইনালে নামবেন ভারতীয় মহিলারা।