সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে মালদ্বীপের মন্ত্রীদের আপত্তিকর মন্তব্য নিয়ে সরব এদেশের বিরোধীদের একাংশও। এনসিপি সুপ্রিমো ইন্ডিয়া জোটের শীর্ষনেতা শরদ পওয়ার যেমন খোলাখুলি এই ইস্যুতে মোদির পাশে দাঁড়িয়ে বললেন, ‘দেশের বাইরে থেকে প্রধানমন্ত্রী সম্পর্কে কোনও কটুকথা বরদাস্ত করব না।’ পওয়ার মোদির পাশে দাঁড়ালেও কংগ্রেস আবার বলছে উলটো কথা।
সম্প্রতি লাক্ষাদ্বীপ (Lakshadweep) সফরের ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করতেই মালদ্বীপের একাধিক মন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ শুরু করেন। এক্স হ্যান্ডেলে তাঁকে ‘ভাঁড়’, ‘হাতের পুতুল’ বলে তোপ দাগেন মালদ্বীপের যুবকল্যাণ মন্ত্রী মারিয়ম শিউনা। তাঁকে সমর্থন করেন আরও দুই মন্ত্রী মালশা শরিফ ও মাহজুম মাজিদ। বিদেশ থেকে প্রধানমন্ত্রীর প্রতি অসম্মানজনক এই মন্তব্য ধেয়ে আসতেই একযোগে প্রতিবাদ শুরু করেন ভারতীয়রা। একের পর এক মালদ্বীপ সফর বাতিল করেন ভারতীয় পর্যটকরা। দেশের সেলেবরাও মোদির হয়ে গলা ফাটানো শুরু করেছেন।
[আরও পড়ুন: ‘দুর্নীতি প্রমাণ করতে পারলে মাথা কেটে ফেলব’, অন্তরাল থেকে বার্তা সন্দেশখালির শাহজাহানের]
এই অবস্থায় দ্বিধাবিভক্ত বিরোধী শিবির। শরদ পওয়ার (Sharad Pawar) যেমন বলছেন, “উনি আমাদের প্রধানমন্ত্রী। আর আমাদের উচিত প্রধানমন্ত্রীর পদকে সম্মান করা। অন্য দেশ থেকে কেউ যদি প্রধানমন্ত্রীর সম্পর্কে কোনও আপত্তিকর মন্তব্য করে, তাহলে সেটা আমরা বরদাস্ত করব না। দেশের বাইরে থেকে প্রধানমন্ত্রীর অপমান বরদাস্ত নয়।” এনসিপি (NCP) সুপ্রিমোর ইঙ্গিত, রাজনৈতিক বিরোধিতা থাকলেও দেশের স্বার্থে তিনি মোদির পাশে দাঁড়াতে রাজি।
[আরও পড়ুন: ‘নেতা ও পুলিশের সাহায্যে পালিয়েছেন শাহজাহান’, অবিলম্বে গ্রেপ্তারির নির্দেশ রাজ্যপালের]
কংগ্রেস (Congress) অবশ্য উলটো কথা বলছে। দলের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলছেন, “মোদি সবকিছুকে ব্যক্তিগতভাবে নেন। আমাদের উচিত প্রতিবেশী দেশগুলির সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা উচিত। আমাদের সময়োপযোগী পদক্ষেপ করা উচিত। প্রতিবেশী তো আর বদলানো যায় না।” অর্থাৎ এই ইস্যুতেও ইন্ডিয়া জোটের অন্দরে দ্বিমত তৈরি হয়েছে।