সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সনাতন ধর্ম (Sanatana Dharma) নিয়ে মন্তব্য থেকে একচুলও নড়বেন না, সাফ জানিয়ে দিলেন উদয়নিধি স্ট্যালিন (Udayanidhi Stalin)। তামিলনাড়ুর মন্ত্রীর মতে, নিজের আদর্শ নিয়ে কথা বলেছেন তিনি। সেখানে কোনও ভুল নেই। আইনি পথে নিজেকে নির্দোষ প্রমাণ করার লড়াই চালিয়ে যাবেন তিনি। প্রসঙ্গত, মাসদুয়েক আগেই সনাতন ধর্ম নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন তামিলনাড়ুর (Tamil Nadu) মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের (M K Stalin) পুত্র। তার জেরে সুপ্রিম কোর্ট থেকেও নোটিস পান উদয়নিধি।
সনাতন ধর্ম নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে মামলা দায়ের হয় মাদ্রাজ হাই কোর্টেও (Madras High Court)। সেখানে বিচারকের পর্যবেক্ষণ, পুলিশের গাফিলতিতেই সনাতন ধর্ম বিলুপ্ত করার অধিবেশন আয়োজন করা হয়েছে। বিতর্কিত মন্তব্য করলেও মন্ত্রীর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি পুলিশ। মাদ্রাজ হাই কোর্টের এই পর্যবেক্ষণ শুনেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে উদয়নিধি বলেন, সনাতন ধর্ম নিয়ে এমন কথা এর আগে বি আর আম্বেদকরের মতো মানুষও বলেছেন।
[আরও পড়ুন: সুপ্রিম কোর্টে মামলার পাহাড়! বিচারপতি নিয়োগে সুপারিশ কেন্দ্রের ‘চক্ষুশূল’ কলেজিয়ামের]
তামিলনাড়ুর যুবকল্যাণ মন্ত্রী আরও বলেন, “আমি যা কিছু বলেছি তাতে ভুল কিছুই নেই। আইনি পথে লড়াই চালিয়ে যাব আমরা। কিন্তু আমার অবস্থান একটুও বদলাবে না। শুধু নিজের আদর্শের কথাই তুলে ধরেছি আমি।” মুখ্যমন্ত্রীর পুত্র জানান, গোটা বিষয়ে তাঁর পাশে রয়েছে দল। ডিএমকের নানা কর্মসূচিতেও দেখা যাচ্ছে এই নেতাকে।
প্রসঙ্গত, সেপ্টেম্বর মাসে ‘সনাতন অ্যাবলিশন কনফারেন্সে’ যোগ দিয়েছিলেন তিনি। আর সেখানেই তাঁকে বলতে শোনা যায়, “কিছু জিনিসের প্রতিবাদ করা যায় না। সেগুলির অবলুপ্ত ঘটানো দরকার। আমরা ডেঙ্গু, মশা, ম্যালেরিয়া কিংবা করোনার বিরোধিতা করি না। আমরা সেটা নির্মূল করি। ঠিক সেভাবেই আমাদের সনাতন ধর্মকে অবলুপ্ত করতে হবে। ‘সনাতন’ শব্দটা এসেছে সংস্কৃত থেকে। এটা সামাজিক ন্যায় ও সাম্যের বিরুদ্ধে।”