সুব্রত বিশ্বাস: আরামবাগ থেকে বিষ্ণুপুর লাইনের কাজ দ্রুত শেষ করার নির্দেশ দিলেন পূর্ব রেলের জিএম অমরপ্রকাশ দ্বিবেদী। ওই শাখায় ভবাদীঘি অঞ্চলে স্থানীয়দের প্রতিবাদে লাইন পাতার কাজ থমকে রয়েছে দীর্ঘদিন ধরে। সংশ্লিষ্ট এলাকায় লাইনের কাজের অগ্রগতি তিনি শুক্রবার ঘুরে দেখেন।
আরামবাগ-বিষ্ণুপুরের সংযোগকারী রুটটি মাঝে ভবাদিঘি আন্দোলনে ব্যাহত হয়েছিল গোঘাট থেকে ময়নাপুরের মধ্যের সংযোগকারী লাইনের কাজ। সেই কাজ এখন চলছে। গোঘাটের পর কামারপুকুরে স্টেশন বিল্ডিং তৈরির কাজ চলছে দ্রুততার সঙ্গে। হাওড়া থেকে গোঘাট ট্রেন চলছে বেশ কয়েক বছর ধরে। ওদিকে ময়নাপুর, গোকুলনগর, বিরসামুণ্ডা হল্ট ও বিষ্ণুপুরের মধ্যেও চলছে ট্রেন। তবে সারদিনে একটি মাত্র। সন্ধ্যের সময়ে ট্রেনটি যাতায়াত করে। এবার ওই শাখাতে দু’টি ট্রেন চলবে বলে জানা গিয়েছে।
কিছুদিন আগে ওই শাখার লাইনের সার্বিক অবস্থা খতিয়ে দেখেন হাওড়া ডিভিশনের ইঞ্জিনিয়াররা। তখন ডিভিশন জানিয়েছিল, সকালের দিকে আরও একটি ট্রেন চালানোর পরিকল্পনা নিয়েছে রেল। দক্ষিণ-পূর্ব রেলের আওতায় হলেও পূর্ব রেলের হাওড়া ডিভিশনের আওতাভুক্ত এই শাখা। ফলে হাওড়া থেকে বিষ্ণুপুরের মধ্যে সংযোগকারী রেলপথটি পর্যটনের ক্ষেত্রে বিশেষ ভূমিকা নেবে বলে মনে করছেন যাত্রীরা।
[আরও পড়ুন: মালদহ থেকে ফেরার পথে আবেগপ্রবণ মমতা, রামপুরহাটে দাঁড়িয়ে মামাবাড়ি যাওয়ার ইচ্ছাপ্রকাশ]
এদিন জিএম পুরো প্রকল্পটির রূপরেখা খতিয়ে দেখেন। থমকে থাকা কাজ দ্রুত শেষ করার নির্দেশ দেন। এরপরই আরামবাগের বিস্তীর্ণ অঞ্চলের মানুষজন আশায় বুক বাঁধতে শুরু করেছেন। কাজ শেষ হলে যোগাযোগ ব্যস্থার ব্যপক উন্নতি হবে বলে তাঁরা মনে করেছেন।