সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের (India) বিরুদ্ধে খেলতে নামলেই ভয়ে কাঁপে পাকিস্তান ক্রিকেট দল (Pakistan)। পাকিস্তানের প্রাক্তন উইকেট কিপার মইন খান (Moin Khan) এমনই মন্তব্য করে বসলেন। পাছে পরিস্থিতি অন্য দিকে মোড় নেয়, সেই কারণে সিনিয়র ক্রিকেটাররা বাবর আজমকে কোনও পরামর্শ দিতে ভয় পায়। এমন কথাও জানিয়েছেন মইন।
ভারতে চলে এসেছে পাকিস্তান দল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচও খেলে ফেলেছেন বাবর আজমরা। স্কোর বোর্ডে বিশাল রান তুলে ফেললেও ম্যাচটা হারতে হয় পাকিস্তানকে। ভারতের বিরুদ্ধে খেলতে নামার আগে কাঁপেন বাবর আজমরা। মইন খান বলেন, ”ক্রিকেটারদের দেখে ভীত সন্ত্রস্ত মনে হয়। সে রিজওয়ান, শাদাবা বা শাহিন সবার ক্ষেত্রেই তা প্রযোজ্য। টিম ঠিকমতো জেল করেনি। কোনও রকম আলোচনা নেই, যদি পরামর্শ দেওয়াও হয়, তবুও তা শোনা হয় না। বাবর আজম তা শুনলেও সেই মতো কাজ হয় না।”
[আরও পড়ুন: East Bengal: শুরু হল পথচলা, সন্দীপ পাটিলের উপস্থিতিতে শ্রাচি গ্রুপের সঙ্গে গাঁটছড়া ইস্টবেঙ্গল ক্রিকেট দলের]
নির্দিষ্ট করে মইন ভারতের প্রসঙ্গ উত্থাপ্পন করে বলছেন, ”ভারতীয় দলের বিরুদ্ধে ওদের দেখলেই মনে হয় ওরা ভয়ে কাঁপছে। ক্রিকেটার হিসেবে নিজের ক্ষমতা অনুযায়ী খেলা উচিত। একশো শতাংশ অবদান রাখা উচিত। কেউ পরামর্শ দিলে তা ঠিকঠাক খাটতে নাও পারে। এরকম হতেই পারে। কিন্তু শরীরী ভাষা নুইয়ে পড়া হবে কেন। শরীরী ভাষা বলবে জিততে মরিয়া একটা দল কিন্তু সেটাই অদৃশ্য পাক ক্রিকেটারদের মধ্যে।”