সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আরও একবার বিশ্বকাপ হাতে শচীন তেণ্ডুলকর (Sachin Tendulkar)। ১২ বছর আগে ২ এপ্রিলের রাতে ওয়াংখেড়ে স্টেডিয়ামে বিশ্বকাপ ছুঁয়েছিলেন তিনি। তার পরের দৃশ্য আইকনিক হয়ে গিয়েছে ভারতের ক্রিকেট ইতিহাসে। কোহলি-শেহওয়াগদের কাঁধে মাস্টার ব্লাস্টার আর তাঁর হাতে জাতীয় পতাকা।
২০১১ সালের ২ এপ্রিলের পরে অনেক জল গড়িয়ে গিয়েছে অনেক জল। এক যুগ পরে ফের শচীন ফিরিয়ে দিলেন ওয়াংখেড়ের স্মৃতি। বৃহস্পতিবারই বিশ্বকাপের বোধন হল। আর তা হল মাস্টার ব্লাস্টারের হাত ধরেই। কাপ হাতে মাঠে ঢুকলেন শচীন।
[আরও পড়ুন: স্ত্রী ‘নিষ্ঠুর’, ধাওয়ানের অভিযোগ মানল আদালত, বিচ্ছেদ হয়ে গেল গব্বরের]
শচীনকে ২০২৩ সালের বিশ্বকাপের গ্লোবাল অ্যাম্বাসাডর ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শচীন বিশ্বকাপ ট্রফি হাতে মাঠে ঢুকলেন। সেই ট্রফি নিয়ে রাখলেন পোডিয়ামে। তাঁর সামনে তখন দাঁড়িয়ে একসময়ের সতীর্থ জাভাগল শ্রীনাথ। তিনি এখন আইসিসি-র ম্যাচ রেফারি হয়ে গিয়েছেন।
দীর্ঘদিনের সতীর্থকে সামনে দেখে কি শচীন আবেগপ্রবণ হয়ে পড়লেন? শ্রীনাথকে জড়িয়ে ধরলেন শচীন। শ্রীনাথও সৌহার্দ্য বিনিময় করলেন। টুর্নামেন্টের শুভারম্ভ হল কিংবদন্তির হাত ধরেই। নেট মাধ্যমে মুহূর্তে ছড়িয়ে পড়ল শচীনের ছবি। সেই সঙ্গে মাস্টার ব্লাস্টার উসকে দিলেন পুরনো স্মৃতি।