shono
Advertisement

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষে বিরাটরা, জেনে নিন কীভাবে হচ্ছে পয়েন্টের হিসেব

কীসের ভিত্তিতে পয়েন্ট দেওয়া হচ্ছে টেস্ট চ্যাম্পিয়নশিপে? The post বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষে বিরাটরা, জেনে নিন কীভাবে হচ্ছে পয়েন্টের হিসেব appeared first on Sangbad Pratidin.
Posted: 01:25 PM Oct 07, 2019Updated: 01:25 PM Oct 07, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টেস্ট ক্রিকেটে দুর্দান্ত ফর্মে টিম ইন্ডিয়া। অ্যাওয়ে সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে দুরমুশ করার পর, দেশের মাটিতে প্রথম টেস্টে প্রোটিয়াদের বিরুদ্ধেও বড় ব্যবধানে জিতেছে ভারত। যার ফলে টেস্ট চ্যাম্পিয়নশিপে এখন অপ্রতিরোধ্য বিরাটরা। ভারত যে শুধু শীর্ষস্থানে আছে তাই নয়, টিম ইন্ডিয়ার অর্ধেক পয়েন্টও তুলতে পারেনি দ্বিতীয় স্থানে থাকা নিউজিল্যান্ড এবং শ্রীলঙ্কা। বিরাটরা যেখানে ১৬০ পয়েন্ট দাঁড়িয়ে সেখানে নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার পয়েন্ট ৬০।

Advertisement

[আরও পড়ুন: প্রথম টেস্টে নয়া নজির অশ্বিনের, জাদেজা-শামি যুগলবন্দিতে দুর্দান্ত জয় ভারতের]

ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ভারত পেয়েছে ৪০ পয়েন্ট। কিন্তু, এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে ৬০ পয়েন্ট করে ভারত পায় ১২০ পয়েন্ট। এখন প্রশ্ন হল, দুই ম্যাচ জয়ে আলাদা আলাদা পয়েন্ট সিস্টেম কেন? অনেকেই হয়তো ভাবছেন, জয়ের ব্যবধানের উপর নির্ভর করছে, টেস্ট চ্যাম্পিয়নশিপে কোন দল কত পয়েন্ট পাবে। কিন্তু, তা সত্যি নয়। টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টের বিন্যাস একেবারেই অন্যরকম।

আইসিসি, টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট ঠিক করেছে সিরিজ পিছু। প্রতিটি সিরিজে বরাদ্দ ১২০ পয়েন্ট। সেই সিরিজ যদি ২ ম্যাচের হয় তাহলে প্রতিটি টেস্ট জয়ে মিলবে ৬০ পয়েন্ট। টাই হলে মিলবে ৩০ পয়েন্ট। ড্র হলে মিলবে ২০ পয়েন্ট।  ৩ টেস্টের সিরিজের ক্ষেত্রেও মোট পয়েন্ট সংখ্যা ১২০। অর্থাৎ, এক্ষেত্রে একটি টেস্ট জিতলে মিলবে ৪০ পয়েন্ট। টাই হলে মিলবে ২০ পয়েন্ট। ড্র হলে মিলবে ১৩ পয়েন্ট।  ৪ টেস্টের সিরিজের ক্ষেত্রে প্রতি ম্যাচ জিতলে পাওয়া যাবে ৩০ পয়েন্ট। টাই হলে পাওয়া যাবে ১৫ পয়েন্ট।  পাঁচ ম্যাচের টেস্টের ক্ষেত্রে ম্যাচ জিতলে পাওয়া যাবে ২৪ পয়েন্ট। টাইয়ের ক্ষেত্রে পাওয়া যাবে ১২ পয়েন্ট। ড্র হলে পাওয়া যাবে ৮। যে সব দেশ কম টেস্ট খেলবে তাদের সুবিধার জন্য এই ধরনের পয়েন্ট সিস্টেম তৈরি করেছে আইসিসি। আগামী দু’বছরে মোট ৬টি করে টেস্ট সিরিজ খেলবে প্রতিটা দল। শেষে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে থাকা দুই দল নিজেদের মধ্যে খেলবে ফাইনাল। 

[আরও পড়ুন: দ্বিতীয় ইনিংসেও অনবদ্য সেঞ্চুরি রোহিতের, বড় লিড পেল ভারত]

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে যেহেতু ভারত ২ টেস্টের সিরিজ খেলেছে তাই প্রতিটা ম্যাচ জয়ের জন্য ভারত পয়েছে ৬০ পয়েন্ট করে। আর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে যেহেতু তিন টেস্টের সিরিজ তাই প্রোটিয়াদের হারিয়ে ভারত পেয়েছে মাত্র ৪০ পয়েন্ট।

The post বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষে বিরাটরা, জেনে নিন কীভাবে হচ্ছে পয়েন্টের হিসেব appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement