shono
Advertisement

লাগাতার অশান্তি বিশ্বভারতীতে, সমস্যা সমাধানে এবার রাষ্ট্রপতির দ্বারস্থ বিশ্বের শিক্ষাবিদরা

শিক্ষাবিদদের তালিকায় রয়েছেন নোয়াম চমস্কি, অমর্ত্যকন্যা।
Posted: 07:03 PM Jan 12, 2023Updated: 07:03 PM Jan 12, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সময় পেরিয়েছে নিজের গতিতে। কিন্তু অশান্তি বিশ্বভারতীর (Visva-Bharati University) পিছু ছাড়েনি। বারবার পড়ুয়া-উপাচার্য সংঘর্ষে উত্তাল হয়েছে শান্তিনিকেতন। এবার এক অধ্যাপককে বরখাস্ত-সহ একাধিক ইস্যুতে উপাচার্যের বিরুদ্ধে রাষ্ট্রপতির দ্বারস্থ দেশ-বিদেশের শিক্ষাবিদেরা। সেই তালিকায় রয়েছেন মার্কিন ভাষা বিজ্ঞানী নোয়াম চমস্কি। যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যদিও চিঠিতে উপাচার্যের নাম উল্লেখ করা হয়নি।

Advertisement

বারবার উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বিরোধিতায় সুর চড়িয়েছেন পড়ুয়ারা। বারবার অকারণে পড়ুয়াদের সাসপেন্ডের অভিযোগ উঠেছে। এমনকী অধ্যাপকরা প্রতিবাদ করলে তাঁদেরও সাসপেশনের মুখে পড়তে হয়েছে বলেও শোনা গিয়েছে। সম্প্রতি অর্থনীতির অধ্যাপক সুদীপ্ত ভট্টাচার্যকে বরখাস্ত করা হয়েছে। মূলত তার পরিপ্রেক্ষিতেই এই চিঠি বলে মনে করা হচ্ছে। তবে রয়েছে আরও একাধিক ইস্যু। চিঠিতে রয়েছে নোয়াম চমস্কি-সহ নাম রয়েছে অমর্ত্য সেন কন্যা অন্তরা দেবসেনের নাম। অবিলম্বে পদক্ষেপ গ্রহণের আরজি জানানো হয়েছে সেখানে। তবে এ বিষয়ে এখনও বিশ্বভারতী কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া মেলেনি।

[আরও পড়ুন: ‘বিবেকানন্দের নবরূপ আজকের নরেন্দ্র মোদি’, বিতর্কিত মন্তব্য সৌমিত্র খাঁ’র, জবাব তৃণমূলের]

প্রসঙ্গত, একাধিকবার পড়ুয়াদের আন্দোলনে প্রত্যক্ষভাবে যোগ দিতে দেখা গিয়েছিল অর্থনীতি বিভাগের অধ্যাপক সুদীপ্ত ভট্টাচার্যকে। সে কারণে একাধিকবার তাঁকে শোকজ করা হয়। বারবার সাসপেশনের মুখে পড়তে হয় তাঁকে। সেই সময় সুদীপ্ত ভট্টাচার্য জানিয়েছিলেন, “এটা প্রতিহিংসাপরায়ণ একটি পদক্ষেপ। উনি (ভিসি বিদ্যুৎ চক্রবর্তী) যাঁকে পছন্দ নয়, তাঁর বিরুদ্ধেই এমন পদক্ষেপ নিচ্ছেন। তবে যে অভিযোগটা উঠছে, আমি একা ছাত্রদের আন্দোলনকে সমর্থন করেছিলাম, তা ঠিক নয়। পরবর্তীতে বরখাস্ত করা হয় তাঁকে।”

[আরও পড়ুন: ‘শ্রমিকদের বেতন নগদে দিতে হয়’, কোটি কোটি টাকা উদ্ধারে সাফাই TMC বিধায়কের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement