সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমেরিকা, নরওয়ের পর এবার দক্ষিণ আফ্রিকায় (South Africa) বন্দুকবাজের হানা। শনিবার গভীর রাতে সে দেশের নাইট ক্লাবে (Night Club) হামলা চালায় একদল বন্দুকবাজ। আচমকা হামলায় প্রাণ গেল অন্তত ১৪ জনের। জখম বহু। কেন এমন ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ।
জোহানেসবার্গের (Johannesburg) সোয়াত্তা শহরের এক নাইট ক্লাবে হামলা চালায় বন্দুকবাজ। পুলিশের প্রাথমিক তদন্ত বলছে, ট্যাক্সি এবং মিনিবাসে চেপে হামলা চালায় কয়েকজন। নাইট ক্লাবের সামনে আচমকাই গাড়ি থামিয়ে এলোপাথাড়ি গুলি ছোঁড়ে দুষ্কৃতীরা। ঘটনাস্থলেই প্রাণ হারান অন্তত ১১ জন। পরে আরও ১৪ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের মধ্যে ২ জনের মৃত্যু হয়েছে। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪।
[আরও পড়ুন: ‘আমি হলে ওকে টি-২০ দলে রাখতাম না’, কোহলিকে নিয়ে অসন্তুষ্ট অজয় জাদেজা]
রবিবার সকালেও পুলিশকে ঘটনাস্থল থেকে দেহ সরাতে দেখা গিয়েছে। উদ্ধার হয়েছে প্রচুর গুলির খোল। কারা কী উদ্দেশ্যে এই ঘটনা ঘটাল তা এখনও স্পষ্ট নয়। তবে আচমকাই নাইট ক্লাবে হামলায় এলাকায় তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ সূত্রে খবর, শনিবার রাতে বহু মানুষ জমায়েত করেছিল ওই নাইট ক্লাবে। আচমকাই গুলির আওয়াজ শুনে নাইট ক্লাব থেকে ছুটে পালানোর চেষ্টা করে সকলে। কিন্তু কীভাবে কী ঘটল তার বিস্তারিত তথ্য এখনও পুলিশের কাছে আসেনি। তবে বন্দুকবাজেরা অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছিল বলেই প্রাথমিক ধারনা পুলিশের।
প্রসঙ্গত, একের পর এক দেশে হামলা চালাচ্ছে বন্দুকবাজরা। তাদের টার্গেট হচ্ছে নাইট ক্লাব, চার্চ। যেখানে ছুটির দিনে ভিড় জমায় আমজনতা। গত মাসের ২০ তারিখ ওয়াশিংটন ডিসি মিউজিক কনসার্টের অদূরে জনবহুল এলাকায় এলোপাথাড়ি গুলি চালায় বন্দুকবাজ। প্রাণ যায় নাবালকের। এর পর নরওয়ের নাইটক্লাবে বন্দুকবাজের হামলা চালায়। এবার বন্দুকের নিশানায় দক্ষিণ আফ্রিকার নাইট ক্লাব।