shono
Advertisement
Cargo Plane

হংকং বিমানবন্দরে ভয়াবহ দুর্ঘটনা, রানওয়ে থেকে পিছলে সমুদ্রে পড়ল বিমান, মৃত ২

রানওয়েতে দাঁড়িয়ে থাকা গাড়িতেও ধাক্কা মারে দুর্ঘটনাগ্রস্ত বিমানটি।
Published By: Kishore GhoshPosted: 08:52 AM Oct 20, 2025Updated: 09:23 AM Oct 20, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার হংকংয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনা। বিমানবন্দরে অবতরণের সময়ে রানওয়ে থেকে পিছলে সমুদ্রে গিয়ে পড়ল একটি পণ্যবাহী বিমান। সোমবার ভোরের এই ঘটনায় প্রাথমিক ভাবে দু'জনের মৃত্যু হয়েছে।

Advertisement

এমিরেট্‌স এয়ারলাইন্সের বোয়িং ৭৪৭ বিমানটি দুবাই থেকে হংকংয়ে আসছিল। সোমবার ভোর ৩টে ৫০ মিনিটে হংকং বিমানবন্দরে অবতরণের কথা ছিল সেটির। তখনই হয় বিপত্তি। প্রথমে রানওয়েতে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে ধাক্কা মারে সেটি। এরপর পার্শ্ববর্তী সমুদ্রে আছড়ে পড়ে বিমানটি। যদিও পাইলট-সহ চারজন বিমানকর্মীকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে দুর্ঘটনাগ্রস্ত গাড়িতে থাকা দু'জনের মৃত্যু হয়েছে বলে দাবি স্থানীয় সংবাদমাধ্যমগুলির।


ডিডি নিউজ-সহ একাধিক সংবামাধ্য়মে হংকং বিমান দুর্ঘটনার ছবি এবং ভিডিও প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা গিয়েছে, একেবারে সমুদ্রের ধারে রয়েছে পণ্যপাহী বিমানের বিমানবন্দরটি। সমুদ্রতীরে মুখ থুবড়ে পড়ে রয়েছে বিমানটি। লেজের অংশ জলের মধ্যে। সূত্রের খবর, দুর্ঘটনার পরেই উত্তর হংকংয়ের এই পণ্যবাহী বিমানবন্দরটিকে সাময়িক ভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। অন্যদিকে দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। যদিও এই বিষয়ে পুলিশ এখনও মুখ খোলেনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এমিরেট্‌স এয়ারলাইন্সের বোয়িং ৭৪৭ বিমানটি দুবাই থেকে হংকংয়ে আসছিল।
  • সমুদ্রতীরে মুখ থুবড়ে পড়ে রয়েছে বিমানটি। লেজের অংশটি জলের মধ্যে।
Advertisement