সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাশাপাশি সাতটি বহুতল জ্বলছে! এমনই ভয়াবহ দৃশ্যের সাক্ষী হংকং। বিধ্বংসী আগুন কেড়েছে অন্তত ৩৬ জনের প্রাণ। আটক বহু। শহরের অগ্নি নির্বাপণ পরিষেবা দপ্তরের তরফ থেকে এই কথা জানানো হয়েছে। প্রাথমিক ভাবে জানা যায়, ঘটনাস্থলেই ৯ জনের মৃত্যু হয়েছে। বাকি চারজনকে হাসপাতালে মৃত বলে ঘোষণা করা হয়। আহত অন্তত ১৫। সাতশোর বেশি লোককে ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে। মৃতদের মধ্যে একজন দমকল কর্মী। শেষ খবর পাওয়া পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ৩৬ হয়েছে।
এদিন দুপুরে আচমকাই আগুন লেগে যায়। দ্রুত আগুন ছড়িয়ে পড়তে থাকে। নেট ভুবনে ছড়িয়ে পড়েছে দুর্ঘটনার ভিডিও। গলগল করে ধোঁয়া বেরতে দেখা গিয়েছে। সেই সঙ্গেই দাউদাউ আগুনের শিখা! দমকলের ১২৮টি ইঞ্জিন ঘটনাস্থলে রয়েছে। সেখানে হাজির হয়েছে ৫৭টি অ্যাম্বুল্যান্স। এখনও বহু মানুষের বিভিন্ন বহুতলে আটকে রয়েছে বলে আশঙ্কা। তবে ঠিক কতজন আটকে রয়েছেন তার কোনও বিস্তারিত বিবরণ দেওয়া হয়নি। মনে করা হচ্ছে, ১৭৯ জন মানুষ এখনও আটকে রয়েছেন।
দুর্ঘটনায় প্রথমে ‘৪ নম্বর অ্যালার্ম’ জারি হয়েছিল। পরিস্থিতি ক্রমে এমন গুরুতর হয়ে ওঠে যে ‘৫ নম্বর অ্যালার্ম’ জারি করা হয়। এটাই সেই দেশের সর্বোচ্চ বিপদ সংকেত। বহু বছরের মধ্যে হংকংয়ে এমন দুর্ঘটনা ঘটেনি বলেই জানা যাচ্ছে।
