সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চোখের সামনে হুড়মুড়িয়ে ভেঙে পড়ছে বহুতল, ব্রিজ, ফাটল ধরেছে রাস্তায়। মাত্র ৭ মিনিটের ব্যবধানে জোড়া ভূমিকম্পে কার্যত ধ্বংসস্তুপে পরিণত হল মায়ানমার। রেহাই পেল না মায়ানমারের প্রতিবেশী থাইল্যান্ডও। ভূমিকম্পের জেরে বিরাট ক্ষয়ক্ষতি হয়েছে থাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্ককেও। এখানেও ভেঙে পড়েছে একের পর এক ভবন। অন্তত ৪৫ জন নিখোঁজ হয়েছেন বলে জানা যাচ্ছে। এই বিপর্যয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সমস্তরকম সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে ভারতের তরফে।

সংবাদমাধ্যম সূত্রের খবর, স্থানীয় সময় দুপুর ১.৩০ নাগাদ এই ভূমিকম্পের ঘটনা ঘটে। ৭.৭ মাত্রার এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মায়ানমারের মান্ডলয়। ভূপৃষ্ট থেকে প্রায় ১০ কিলোমিটার নিচে। মায়ানমার তো বটেই ভূমিকম্পের বিরাট প্রভাব পড়ে থাইল্যান্ড ও ভিয়েতনামে। থাইল্যান্ডের ব্যাঙ্ককে প্রায় ১৭ মিলিয়ন মানুষের বাস। বিরাট বিরাট বাসভবন রয়েছে এই অঞ্চলে। যার একাধিক বাড়ি মুহূর্তের মধ্যে গুড়িয়ে যায়। এই প্রাকৃতিক বিপর্যয়ে বহু মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। তড়িঘড়ি জরুরি বৈঠকের ডাক দিয়েছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংটার্ন সিনাওয়াত্রা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি। তবে বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রের খবর অন্তত ৪৫ জন মানুষ নিখোঁজ হয়েছেন। পাশাপাশি বহু মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। যদিও আশার কথা এই যে ভূমিকম্পের পর সুনামির কোনও সম্ভাবনা নেই বলে দাবি করেছেন বিশেষজ্ঞরা।
মায়ানমারের এই ভূমিকম্পের প্রভাব পড়েছে ভারতেও উত্তর-পূর্ব ভারতের পাশাপাশি কলকাতা-সহ বাংলার একাধিক জেলায় ভূমিকম্প অনুভব করা গিয়েছে। বিপর্যয়ের পর উদ্বেগ প্রকাশ করে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, 'মায়ানমার এবং থাইল্যান্ডের ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। সকলের নিরাপত্তা এবং সুস্থতা প্রার্থনা করছি। সম্ভাব্য সমস্ত রকম সহায়তা প্রদানের জন্য প্রস্তুত ভারত। সংশ্লিষ্ট সকল দপ্তরকে সাহায্যের জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। এছাড়াও, বিদেশমন্ত্রককে মায়ানমার এবং থাইল্যান্ড সরকারের সাথে যোগাযোগ রাখতে বলা হয়েছে।'
ভয়াবহ এই ভূমিকম্পের একাধিক ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, মায়ানমারের একটি ব্রিজ নদীর উপর ভেঙে পড়েছে। ব্যাঙ্ককে নির্মীয়মান এক বহুতল ধসে পড়ছে। প্রাণ বাঁচাতে ছুটছেন সেখানকার নির্মানকর্মীরা। অস্বাভাবিকভাবে হেলে পড়তে দেখা গিয়েছে একের পর এক ভবন। এক অফিসের ভেতর থেকে রেকর্ড করা ভিডিওতে দেখা যাচ্ছে, পাশের একটি বহুতলের উপর থাকা সুইমিং পুলের জল কম্পনের জেরে নিচে এসে পড়ছে।