সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়ংকর তুষারধসের (Avalanche) কবলে পড়ে মৃত্যু হল ৭ পর্বতারোহীর। সোমবার মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে উত্তর-পূর্ব নেপালের (Nepal) ইয়ালুং রি শৃঙ্গে। মৃতদের মধ্যে রয়েছেন বেশ কয়েকজন বিদেশি পর্বতারোহীও।
নেপালের এক সংবাদমাধ্যম জানিয়েছে, ১২ জনের একটি দল ইয়ালুং রি শৃঙ্গে যাত্রা করেছিলেন। তাঁদের মধ্যে ছিলেন কয়েকজন নেপালি গাইডও। সোমবার ৫৬৩০ মিটার উচ্চতায় পর্বতের বেস ক্যাম্পের কাছে আছড়ে পড়ে তুষারধস। তাতেই মৃত্যু হয়েছে সাতজনের। সূত্রের খবর, উদ্ধারকাজ শুরু হলেও খারাপ আবহাওয়ার কারণে তা মাঝেমাঝেই ব্যহত হচ্ছে।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিক ভাবে কাম্য।]
