সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করতে বৃহস্পতিবার শ্রীলঙ্কায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারপরই শুক্রবার তাৎপর্যপূর্ণ ভাবে চিনা নৌসেনার সাবমেরিনকে কলম্বো বন্দরে নোঙর ফেলতে বারণ করে দ্বীপরাষ্ট্রটি। মোদির সফরের জেরেই যে এই সিদ্ধান্ত বলে মনে করছেন কূটনীতিবিদদের একাংশ।
[বিশ্ব আদালতের নির্দেশ অগ্রাহ্য, কুলভূষণের ফাঁসি রুখতে নারাজ পাকিস্তান]
জানা গিয়েছে, শ্রীলঙ্কায় জায়গা না মেলায় এবার পাকিস্তানের করাচি বন্দরের উদ্দেশ্যে পাড়ি দিয়েছে চিনা সাবমেরিনটি। ‘ইন্ডিয়ান ওশান রিজিওন’ (আইওআর) বা ভারত মহাসাগরে ক্ষমতা বিস্তারের উদ্দেশ্যে সম্প্রতি গতিবিধি বাড়িয়ে চলেছে কমিউনিস্ট রাষ্ট্রটি। ২০১৩ সালে প্রথম ওই অঞ্চলে চিনা পারমাণবিক সাবমেরিনের দেখা মেলে। তারপর থেকে জলদস্যুদের রুখা ও বাণিজ্যিক স্বার্থ রক্ষার অছিলায় ভারত মহাসাগরে ঘোরাফেরা করছে ‘পিপলস লিবারেশন আর্মি-নেভি’র যুদ্ধজাহাজ। ‘ইউয়ান ক্লাস’-এর ডিজেল-ইলেকট্রিক সাবমেরিনটির উপর ক্রমাগত নজর রাখছে ভারতীয় নৌসেনার অত্যাধুনিক ‘Poseidon-8I’ নজরদারি বিমান। এপ্রিল মাসের ১৯ তারিখে চিনা সাবমেরিনটি মালাক্কা প্রণালী পার করার পর থেকেই রয়েছে ভারতীয় নৌসেনার নজরে।
ভারত মহাসাগরে বাণিজ্যের স্বার্থে জলদস্যুদের মোকাবিলা করার নামে সামরিক উপস্থিতি ক্রমশ বাড়িয়ে যাচ্ছে চিন। সূত্রের খবর, প্রতি তিন মাস অন্তর ওই এলাকায় টহল দিতে আসে চিনা পারমাণবিক সাবমেরিন। মালাক্কা প্রণালী দিয়ে প্রবেশ করে জাভা ও সুমাত্রার মধ্যে সুন্দা প্রণালী হয়ে ঘোরাফেরা করে তারা। উল্লেখ্য, চিনা নৌসেনার কাছে রয়েছে একাধিক পারমাণবিক সাবমেরিন-সহ প্রায় ৫০টি ডুবোজাহাজ। তুলনায় অনেকটাই পিছিয়ে ভারত। এই মুহূর্তে ভারতীয় নৌসেনার কাছে রয়েছে মাত্র ১৩টি সাবমেরিন যার মধ্যে দুটি মাত্র পারমাণবিক ক্ষমতা সম্পন্ন।
[রুবি হাসপাতালে ভুয়ো ডাক্তারের হদিশ পেল সিআইডি]
ভারতকে ঘিরে ফেলতে ইতিমধ্যে ভারত মহাসাগরীয় অঞ্চলে একাধিক দেশের সঙ্গে সহযোগিতা বাড়িয়ে তুলছে চিন। আফ্রিকা মহাদেশের জিবুতিতে একটি নৌসেনা ঘাঁটি বানিয়েছে চিন। তবে চিনের কূট অভিসন্ধি বুঝে তৈরি ভারতও। আমেরিকার সঙ্গে সামরিক সহযোগিতা বাড়িয়ে জাপান ও ভিয়েতনামকেও দলে নিয়েছে ভারত। মালাবার নৌ-মহড়ায় আমেরিকা ও জাপানের সঙ্গে একত্রে শক্তি প্রদর্শন করেছে ভারত। ড্রাগনের বাড়াবাড়ির জবাব দিতে এবার পিছপা হবে না ভারত বলেই মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা।
[বাবাকে ‘ডন’ হিসেবে দেখাবেন না, রজনীকে হুমকি হাজি মস্তানের ছেলের‘
The post মোদি ম্যাজিকে লঙ্কা হাতছাড়া, করাচির পথে চিনা সাবমেরিন appeared first on Sangbad Pratidin.
