shono
Advertisement

ভারতের সংসদীয় ব্যবস্থাকে শক্তিশালী করছে AI-ডিজিটাল সিস্টেম, স্পিকারদের সম্মেলনে দাবি বিড়লার

বার্বাডোজে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের সভাপতিত্ব করেন ওম বিড়লা।
Published By: Subhajit MandalPosted: 12:00 AM Oct 10, 2025Updated: 12:00 AM Oct 10, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সংসদের সঙ্গে আমজনতাকে জুড়তে পারলেই গণতন্ত্র সবচেয়ে শক্তিশালী হয়। আর সেই কাজে ব্রহ্মাস্ত্র হতে পারে AI কেন্দ্রিক ডিজিটাল সিস্টেম। বার্বাডোজে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের কনফারেন্সে এমনটাই দাবি করলেন লোকসভার স্পিকার ওম বিড়লা। ওই কনফারেন্সের সভাপতিত্ব করেছেন ভারতের স্পিকারই।

Advertisement

বার্বাডোজে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের কনফারেন্সে ওম বিড়লা। ছবি: সংগৃহীত

ডিজিটাল প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে গণতন্ত্রকে শক্তিশালী করা এবং ডিজিটাল বৈষম্যের মোকাবিলা শীর্ষক ওই আলোচনায় গণতন্ত্রকে শক্তিশালী করার নেপথ্যে আধুনিক প্রযুক্তির ব্যবহারের গুরুত্ব তুলে ধরেন ওম বিড়লা। তিনি বলেন, ডিজিটাল বৈষম্য দূর করার জন্য এআই-এর আরও দায়িত্বশীল ও নৈতিক ব্যবহার প্রয়োজন। অদূর ভবিষ্যতে, প্রতিটি সংসদ সদস্য 'সংসদ ভাষিণী'র মতো রিয়েল-টাইম এআই অনুবাদ সিস্টেমের সাহায্যে তাদের নিজস্ব ভাষায় যোগাযোগ করতে সক্ষম হবেন।

বার্বাডোজে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের কনফারেন্সে ওম বিড়লা। ছবি: সংগৃহীত

লোকসভা স্পিকারের কথায়, যত বেশি মানুষ তাদের সংসদের সাথে যুক্ত হবেন, গণতন্ত্র তত শক্তিশালী হবে। ভারতীয় সংসদের ই-পার্লামেন্টে যাত্রাকার্যকারিতার দিক থেকে অভূতপূর্ব বলে দাবি করেছেন ওম বিড়লা। সিপিএ সম্মেলনে লোকসভার স্পিকার জানিয়েছেন, 'ডিজিটাল পার্লামেন্ট' উদ্যোগের অধীনে ভারতের সংসদ একটি সার্বিক ডিজিটাল ব্যবস্থা তৈরি করেছে। তিনি জানিয়েছেন, এআই-ভিত্তিক অনুবাদ, এআই-সক্ষম ই-লাইব্রেরি এবং স্পিচ-টু-টেক্সট রিপোর্টিংয়ের মতো ব্যবস্থা সংসদীয় প্রক্রিয়াগুলিকে আরও দক্ষ করে তুলছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সংসদের সঙ্গে আমজনতাকে জুড়তে পারলেই গণতন্ত্র সবচেয়ে শক্তিশালী হয়।
  • আর সেই কাজে ব্রহ্মাস্ত্র হতে পারে AI কেন্দ্রিক ডিজিটাল সিস্টেম।
  • বার্বাডোজে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের কনফারেন্সে এমনটাই দাবি করলেন লোকসভার স্পিকার ওম বিড়লা।
Advertisement