shono
Advertisement
Donald Trump

মানুষের শেষ পা পড়েছিল এক দশক আগে, ট্রাম্পের শুল্কের কোপে অস্ট্রেলিয়ার পেঙ্গুইনে ভরা দ্বীপও!

বুধবার গভীর রাতে আছড়ে পড়েছে ডোনাল্ড ট্রাম্পের ‘শুল্ক-বোমা’।
Published By: Biswadip DeyPosted: 02:15 PM Apr 03, 2025Updated: 02:15 PM Apr 03, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অ্যান্টার্কটিকার কাছে নির্জন, আগ্নেয় দ্বীপও ডোনাল্ড ট্রাম্পের শুল্কের কোপে। সেই দ্বীপগুলিতে কেবলই হিমবাহ, পেঙ্গুইন ও পাখিরা। অস্ট্রেলিয়ার মূল ভূখণ্ডের সঙ্গে সঙ্গে ১০ শতাংশ শুল্কের পাল্লায় পড়েছে এই দ্বীপগুলিও। পৃথিবীর অন্যতম প্রত্যন্ত অঞ্চলের মধ্যে পড়ে অস্ট্রেলিয়ার দূরবর্তী ভূখণ্ড হার্ড দ্বীপ ও ম্যাকডোনাল্ড দ্বীপ। কেবলই পেঙ্গুইন ছাড়া আর কেউ থাকে না সেখানে। এই সব দ্বীপে শেষবার মানুষের পা পড়েছিল প্রায় এক দশক আগে।

Advertisement

বুধবার গভীর রাতে আছড়ে পড়েছে ডোনাল্ড ট্রাম্পের ‘শুল্ক-বোমা’। রাশিয়াকে ছাড় দিয়ে চিন, ব্রিটেন-সহ নানা দেশের উপর কর চাপানোর কথা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট। এই তালিকায় রয়েছে ‘বন্ধু’ ভারতও। আর সেই তালিকায় রয়েছে এই সব নির্জন দ্বীপগুলিও। ট্রাম্প শুল্কের ঘোষণা করার সময় একটি পোস্টারও দেখান। সেই পোস্টারে সাম্প্রতিক শুল্কের কবলে পড়া দেশ ও ভূখণ্ডগুলিকে চিহ্নিত করা হয়েছে। আর তার মধ্যেই রয়েছে সেই দ্বীপগুলি যার উপরে ১০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে।

এছাড়া এদিন ট্রাম্প চিনের উপর ৩৪%, ইউরোপীয় ইউনিয়নের উপর ২০%, ভিয়েতনাম ৪৬%, জাপান ২৪%, দক্ষিণ কোরিয়া ২৫%, ব্রিটেন ১০%, থাইল্যান্ড ৩৬% এবং সুইজারল্যান্ডের উপর ৩১% শুল্ক চাপানোর কথা জানিয়েছেন। প্রসঙ্গত, সোমবার একটি পরিসংখ্যান প্রকাশ্যে আনে আমেরিকা। সেখানে দেখানো হয়, ইউরোপীয় ইউনিয়ন আমেরিকার দুগ্ধজাত দ্রব্যে ৫০ শতাংশ, জাপান আমেরিকায় উৎপাদিত চালে ৭০০ শতাংশ, ভারত আমেরিকার কৃষিজাত পণ্যে ১০০ শতাংশ, কানাডা আমেরিকার দুগ্ধজাত দ্রব্যে প্রায় ৩০০ শতাংশ শুল্ক আরোপ করে। বিশ্লেষকরা বলছেন, ‘ইটের বদলা নিতে পাটকেল’ ছুড়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • অ্যান্টার্কটিকার কাছে নির্জন, আগ্নেয় দ্বীপও ডোনাল্ড ট্রাম্পের শুল্কের কোপে।
  • সেই দ্বীপগুলিতে কেবলই হিমবাহ, পেঙ্গুইন ও পাখিরা।
  • অস্ট্রেলিয়ার মূল ভূখণ্ডের সঙ্গে সঙ্গে ১০ শতাংশ শুল্কের পাল্লায় পড়েছে এই দ্বীপগুলিও।
Advertisement