সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেক্সিকোর এক স্টিল প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণ! জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হয়েছে অন্তত ১২ জনের। আহত বেশ কয়েকজন। যাঁদের মধ্যে এক জনের অবস্থা আশঙ্কাজনক। কী কারণে এই বিস্ফোরণ ঘটেছে তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন।
সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে খবর, স্থানীয় সময় বুধবার ঘটনাটি ঘটে মেক্সিকোর সেন্ট্রাল টলাক্সকালা প্রদেশের এপিজাকো শহরে। ব্রিটিশ কোম্পানি সিমেক গ্রুপের মালিকানাধীন একটি স্টিল প্ল্যান্টে বিস্ফোরণ ঘটে। কেঁপে ওঠে আশপাশের এলাকাও। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় পুলিশ, দমকলবাহিনী ও উদ্ধারকারী দল। শুরু হয় আগুন নেভানোর কাজ। উদ্ধারকারীরা ভিতর থেকে ১২ জনের ঝলসে যাওয়া দেহ উদ্ধার করেন। আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসা চলছে তাঁদের।
এই ঘটনা প্রসঙ্গে ফার্মটির তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, 'এপিজাকো শহরের একটি স্টিল প্ল্যান্টে বিস্ফোরণের জন্য প্রাণহানি ঘটেছে। আপাতত কারখানাটি বন্ধ রয়েছে।' সিমেক জানিয়েছে, কীভাবে এই কাণ্ড ঘটেছে তা জানতে তদন্ত শুরু করা হয়েছে। এছাড়া স্টেট প্রটেকশন অফিস সোশাল মিডিয়ায় জানিয়েছে, প্রাথমিক তদন্তে অনুমান কোনও যন্ত্রপাতি ভেঙে যাওয়ার কারণে হয়তো এই বিস্ফোরণ ঘটেছে। নিহতরা সকলে কারখানার শ্রমিক।