সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলাদেশের টালমাটাল পরিস্থিতি নিয়ে প্রথমবার মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প। সাফ জানিয়েছেন, আমেরিকা-সহ গোটা বিশ্বের হিন্দুদের উপেক্ষা করেছেন কমলা হ্যারিস এবং জো বাইডেন। যেভাবে বাংলাদেশে আক্রান্ত হয়েছেন ধর্মীয় সংখ্যালঘুরা, সেই ঘটনারও তীব্র নিন্দা করেছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট।
বৃহস্পতিবার দীপাবলি উপলক্ষে বিশেষ বার্তা দেন ট্রাম্প। সেখানেই বাংলাদেশের অবস্থা নিয়ে মুখ খোলেন আসন্ন মার্কিন নির্বাচনে রিপাবলিকান পদপ্রার্থী। এক্স হ্যান্ডেলে লেখেন, "হিন্দু, খ্রিস্টান এবং অন্যান্য সংখ্যালঘুদের উপর হামলা চলছে বাংলাদেশে। লাগাতার আক্রমণ করে লুটপাট চালাচ্ছে দুষ্কৃতীরা। সবমিলিয়ে চূড়ান্ত অশান্তি। আমার নজরে থাকলে এমনটা কখনই হতে পারত না।" অর্থাৎ বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের নেপথ্যে বাইডেন প্রশাসনকেই দায়ী করলেন ট্রাম্প।
সঙ্গে সাফ জানিয়ে দিলেন, ভারতীয় বংশোদ্ভূত কমলা বারবার উপেক্ষা করেছেন হিন্দুদের। এক্স বার্তায় ট্রাম্পের দাবি, "কমলা এবং জো আমেরিকা-সহ গোটা বিশ্বের হিন্দুদের দিকে ফিরেও তাকাননি। ইজরায়েল থেকে ইউক্রেন সর্বত্র বিপর্যয় ঘটিয়ে রেখেছেন তাঁরা। তবে আমরা আবার আমেরিকাকে শক্তিশালী করে তুলব। ক্ষমতার মাধ্যমেই ফিরবে শান্তি।" আমেরিকার হিন্দুদের সুরক্ষিত রাখার প্রতিশ্রুতিও দিয়েছেন ট্রাম্প।
মাস তিনেক আগে গণ অভ্যুত্থানের জেরে প্রধানমন্ত্রীর গদি হারান শেখ হাসিনা। পতন ঘটে আওয়ামি লিগ সরকারের। এখন বাংলাদেশে ক্ষমতায় ড. মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। সক্রিয় জামাতের মতো কট্টরপন্থী সংগঠনগুলি। হাসিনার দেশত্যাগের পর থেকে নানা প্রান্তে নিপীড়নের শিকার হচ্ছেন হিন্দুরা। অভিযোগ, নতুন সরকারের আমলে সংখ্যালঘুদের সুরক্ষা বিঘ্নিত হচ্ছে। তবে এই নিয়ে এতদিন মুখে কুলুপ এঁটেছিলেন ট্রাম্প। নির্বাচনের ঠিক আগেই দীপাবলির দিনে হিন্দু-সহ অন্যান্য সংখ্যালঘুদের অবস্থা নিয়ে সরব হলেন তিনি।