সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাবুলে একটি ভোট কেন্দ্রের বাইরে ভোটার আইডি রেজিস্ট্রেশনের লাইনে আত্মঘাতী বিস্ফোরণ ঘটাল জঙ্গিরা৷ রবিবারের এই হামলায় অন্তত ৩১ জনের মৃত্যু হয়েছে বলে সে দেশের স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর৷ আহত হয়েছেন অন্তত ৫৪ জন৷ ভোট প্রক্রিয়া শুরু হওয়ার আগেই এহেন বর্বরোচিত হামলার নিন্দায় সরব হয়েছে আন্তর্জাতিক মানবাধিক সংগঠনগুলি৷ আগামী ২০ অক্টোবর আফগানিস্তানে সাধারণ নির্বাচন৷
[১১৭ বছর বয়সে ইতি জীবনের যাত্রায়, প্রয়াত বিশ্বের প্রবীণতমা]
পুলিশের মুখ্য আধিকারিক দাউদ আমিন সংবাদ সংস্থা এএফপিকে জানিয়েছেন, ভোটার রেজিস্ট্রেশন কেন্দ্রের বাইরে রবিবার লম্বা লাইন পড়েছিল৷ বহু মানুষ নিজেদের নাম নথিভুক্ত করতে জড়ো হয়েছিলেন৷ তখনই এক জঙ্গি ফিদায়েঁ বিস্ফোরণ ঘটায়৷ প্রবল বিস্ফোরণে চারদিক কেঁপে ওঠে৷ ধোঁয়ায় ঢেকে যায় আশেপাশের এলাকা৷ কিছু বুঝে ওঠার আগেই বিস্ফোরণে প্রাণ হারান ৩১ জন, আহত হন ৫৪ জন৷ তবে আর একটি সূত্র জানাচ্ছে, আহতর সংখ্যা ৭০ ছাড়িয়েছে৷ স্বরাষ্ট্রমন্ত্রী নাজিব দানিশ জানিয়েছেন, আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷ শুরু হয়েছে তদন্ত৷
তবে হামলায় মৃতের সংখ্যা নিয়ে আফগান আধিকারিকদের মধ্যেও মতপার্থক্য রয়েছে৷ স্থানীয় টিভি চ্যানেলের ফুটেজ দেখাচ্ছে, ভোট কেন্দ্রের বাইরে রক্তে রাস্তা ভেসে যাচ্ছে৷ উত্তেজিত জনতা বিস্ফোরণের পর তালিবানি জঙ্গিদের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে৷ হামলার দায় তালিবান স্বীকার না করলেও বিস্ফোরণের প্রকৃতি দেখে তাদের দিকেই সন্দেহ পুলিশের৷ ভোটকেন্দ্রের বাইরে এদিন জাতীয় শংসাপত্র তৈরির প্রক্রিয়া চলছিল৷ বিস্ফোরণ ঘরিয়ে নাগরিকদের ভোটদান থেকে বিরত রাখাই তালিবানিদের মূল উদ্দেশ্য বলে অনুমান পুলিশের৷ হাসপাতালের বেডে শুয়ে এক আহত বলেন, ‘সরকার যদি আমাদের নিরাপত্তা না দিতে পারে তাহলে আমরা কোথায় যাব?’ এই বিস্ফোরণে আশেপাশের বেশ কয়েকটি পাকা বাড়িও ভেঙে পড়েছে৷
[রেলের টিকিটে ১০০% ছাড় পাওয়া যাচ্ছে! জানেন কীভাবে?]
The post কাবুলে ভোটার রেজিস্ট্রেশনের লাইনে আত্মঘাতী বিস্ফোরণে মৃত অন্তত ৩১ appeared first on Sangbad Pratidin.