সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জাফার এক্সপ্রেস অপহরণের রেশ কাটতে না কাটতে ফের রক্তাক্ত পাকিস্তান। শনিবার বালোচিস্তানের তুরবত অঞ্চলে পাকিস্তান সেনার কনভয়ে আইইডি হামলা চালায় বালোচ লিবারেশন আর্মি (বিএলএ)। বালোচ বিদ্রোহীদের দাবি, তাদের হাতে মারা গিয়েছে অন্তত ৯০ জন পাক সেনা আধিকারিক। কিন্তু এখানেই শেষ নয়, আজ রবিবারও বালোচিস্তানে নিরাপত্তাবাহিনীর বাস বোম মেরে উড়িয়ে দেয় বিদ্রোহীরা। শেষ পাওয়া খবর মোতাবেক, এখনও পর্যন্ত এই ঘটনায় মৃত্যু হয়েছে ৫ অফিসারের। আহত ১০।
সংবাদ সংস্থা এপি সূত্রে খবর, আজ হামলার ঘটনাটি ঘটে বালোচিস্তানের নওশকি অঞ্চলে। রাস্তায় ধারেই বোমা রাখা ছিল। পাক নিরাপত্তাবাহিনীর বাসটি সেখানে আসতেই বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলেই প্রাণ হারান ৫ পাক জওয়ান। আহত হন আশপাশের আরও ১০ জন। এনিয়ে স্থানীয় পুলিশ প্রধান জাফার জামানানি জানান, মৃত্যু আরও বাড়তে পারে। জখমদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার দায় স্বীকার করেছে বিএলএ।
এর আগে গতকাল চিন-পাকিস্তান ইকোনোমিক করিডোরের ধরে দক্ষিণ বালোচিস্তানের দিকে যাচ্ছিল সেনা কনভয়। ঠিক সেই সময় সেনার কনভয়ে আইইডি বিস্ফোরণ ঘটানো হয়। হামলার দায় স্বীকার করে বালোচ বিদ্রোহীরা জানায় অন্তত ৯০ জন পাক সেনা তাদের হাতে মারা গিয়েছে। উল্লেখ্য, গত মঙ্গলবার বালোচিস্তানের বোলানে জাফার এক্সপ্রেস অপহরণ করেছিল বালোচ বিদ্রোহীরা।
দীর্ঘ অভিযানের পর পাক সেনার তরফে দাবি করা হয় সব বিদ্রোহীদের হত্যা করে অপহৃতদের উদ্ধার করা হয়েছে। যদিও পালটা বিদ্রোহীদের তরফে জানানো হয়, ৪৮ ঘণ্টার সময়সীমা পার হওয়ার পর ২১৪ জন পণবন্দিকে হত্যা করা হয়েছে। এরা সকলেই পাক সেনার সঙ্গে যুক্ত ছিলেন। শুধু তাই নয়, বিদ্রোহীদের তরফে হুঁশিয়ারি দেওয়া হয় পাক সেনা যদি তাঁদের উপর হামলার চেষ্টা করে তাহলে তাঁদের পরবর্তী টার্গেট হবে ইসলামাবাদ। পর পর যেভাবে হামলার ঘটনা ঘটছে তাতে এই হুমকি তাৎপর্য বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।