shono
Advertisement
Green Card

গ্রিন কার্ড হলেও আজীবন বসবাস নয় আমেরিকায়! মার্কিন ভাইস প্রেসিডেন্টের বক্তব্যে উদ্বেগ

আমেরিকায় জন্মগত নাগরিকত্ব আইন বদল নিয়ে আইনি লড়াই চালাচ্ছেন ট্রাম্প।
Published By: Suchinta Pal ChowdhuryPosted: 01:47 PM Mar 16, 2025Updated: 01:47 PM Mar 16, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গ্রিন কার্ড থাকলেই আমেরিকায় স্থায়ীভাবে অনির্দিষ্টকালের জন্য বসবাস নয়! এবার আমেরিকার অভিবাসন নীতি নিয়ে মুখ খুললেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। সম্প্রতি, আমেরিকায় 'গোল্ড কার্ড' চালু নিয়ে ভাবনাচিন্তার কথা জানিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর কথার রেশ ধরেই এ বার ভ্যান্স গ্রিন কার্ডের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলে দিলেন।

Advertisement

সম্প্রতি এক সাক্ষাৎকারে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জানান, "এক জন গ্রিন কার্ডধারীর আমাদের দেশে অনির্দিষ্টকালের জন্য থাকার অধিকার নেই।" আর তাঁর এই মন্তব্যের জেরে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী ভারতীয়রা রীতিমতো উদ্বিগ্ন। উল্লেখ্য, দ্বিতীয়বার আমেরিকায় ক্ষমতায় ফিরেই একের পর এক সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প। আমেরিকা থেকে 'অবৈধ' অভিবাসীদের নিজ নিজ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে। সেই সঙ্গে কঠোর শুল্কনীতির কথাও ঘোষণা করেছে ট্রাম্প প্রশাসন। শুধু তাই নয়, আমেরিকায় জন্মগত নাগরিকত্ব আইন বদল নিয়ে আইনি লড়াই চালাচ্ছেন ট্রাম্প। এই আবহেই আমেরিকার অভিবাসন নীতিতে বড় বদলের ভাবনাচিন্তা শুরু করেছে তাঁর প্রশাসন।

প্রসঙ্গত, কয়েকদিন আগেই ট্রাম্পকে বলতে শোনা যায়, "আমেরিকায় গোল্ড কার্ড বিক্রি করার পরিকল্পনা করেছি। এতে গ্রিন কার্ডের সুবিধাও মিলবে, যা আমেরিকায় নাগরিকত্বের নতুন পথ খুলে দেবে। ধনী ব্যক্তিরা এই কার্ড কিনে আমাদের দেশে আসতে পারবেন। এখানে এসে তাঁরা প্রচুর অর্থ ব্যয় করবেন, কর দেবেন, সেই সঙ্গে কর্মসংস্থানও তৈরি করবেন।" পাঁচ মিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ প্রায় সাড়ে ৪৩ কোটি টাকা দিলে মিলবে ‘গোল্ড কার্ড’। অর্থাৎ মার্কিন নাগরিকত্ব। এর ফলে গ্রিন কার্ড ব্যবস্থার পরিবর্তন হবে। এই গোল্ড কার্ডকে বলা যায় ‘গ্রিন কার্ড’-এরই ‘প্রিমিয়াম’ সংস্করণ। গ্রিন কার্ড দেওয়ার যে প্রকল্প তার নাম ইবি-৫।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • গ্রিন কার্ড থাকলেই আমেরিকায় স্থায়ীভাবে অনির্দিষ্টকালের জন্য বসবাস নয়!
  • এবার আমেরিকার অভিবাসন নীতি নিয়ে মুখ খুললেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।
  • সম্প্রতি, আমেরিকায় 'গোল্ড কার্ড' চালু নিয়ে ভাবনাচিন্তার কথা জানিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
Advertisement