সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের বিরুদ্ধে যুদ্ধে বাংলাদেশকে পরমাণু বোমা দিয়ে সাহায্য করবে পাকিস্তান! প্রতিবেশী পাকিস্তানের মাটি থেকে এমনই আশ্বাস দেওয়া হল বাংলাদেশি কট্টরপন্থীদের। ভারতের বিরুদ্ধে বাংলাদেশের জঙ্গিদের লাগাতার হুমকি, হুঁশিয়ারির মাঝেই পাক ধর্মগুরুর এহেন বার্তা প্রকাশ্যে এসেছে। যাকে কেন্দ্র করে শোরগোল শুরু হয়েছে।
হাসিনা বিদায়ের পর ইউনুসের বাংলাদেশে ধর্মান্ধদের আস্ফালন শুরু হয়েছে। পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সখ্যতা যে নতুন করে বেড়ে উঠেছে সে ইঙ্গিত আগেই মিলেছিল। শোনা যাচ্ছিল, ভারতের বিরুদ্ধে জেহাদি কার্যকলাপ বাড়িয়ে তুলতে বাংলাদেশকে হাতিয়ার করছে পাকিস্তান। ফলে প্রতিবেশী দেশি ভারতবিরোধী আস্ফালন চরম আকার নিয়েছে জঙ্গিদের সেই আস্ফালনে এবার ইন্ধন জোগাতে শুরু করল পাকিস্তান। যুদ্ধের জিগির উস্কে পাকিস্তানের এক কট্টরপন্থী ধর্মগুরুকে বলতে শোনা গিয়েছে, 'বাংলাদেশের ভাইদের বলছি, পাকিস্তানের পরমাণু বোমাও তোমাদের। কেউ চোখ তুলে দেখলে চোখ উপড়ে নেব, হাত তুললে হাত ভেঙে দেব।'
গত কয়েকদিনে লাগাতার ভারত বিরোধী মন্তব্য শোনা গিয়েছে বাংলাদেশের প্রাক্তন সেনা প্রধান ও ধর্মগুরুদের মুখে। কখনও কলকাতা-সহ উত্তর-পূর্ব ভারত দখলের হুমকি দিয়েছে বাংলাদেশের প্রাক্তন সেনাপ্রধানরা। শুধু তাই নয়, বিশ্বের একাধিক দেশে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুত তাহরি এবার মাথাচাড়া দিয়ে উঠেছে বাংলাদেশে। ভারতজুড়ে ‘খিলাফত’ তৈরির বার্তা দেওয়া হয়েছে। সেই উদ্দেশ্যে রাজধানী ঢাকায় লিফলেটও বিলি করে হিজবুত তাহরি। যেখানে ভারত বিদ্বেষ ও হিন্দুদের বিরুদ্ধে জিহাদের বার্তা দেওয়া হয়। ভারত বিরোধিতা তো বটেই বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর হামলা চালানোর উস্কানি দিতে শোনা গিয়েছে সেখানকার ধর্মগুরুদের।
এহেন পরিস্থিতিতেই বাংলাদেশের ভারত বিরোধিতার আগুনে ঘি ঢালতে তৎপর হল পাকিস্তান। হিংসা ও মৌলবাদ আরও ছড়িয়ে দিতে পাকিস্তান থেকে আসছে ভারত বিরোধী একের পর এক উস্কানিমূলক হুমকি বার্তা।