shono
Advertisement
US

আমেরিকায় হিন্দু মন্দিরে ফের খলিস্তানি হামলা, ভারত বিরোধী স্লোগান, কড়া প্রতিক্রিয়া ভারতের

ফের শিখ বিচ্ছিন্নতাবাদীদের নিশানায় হিন্দুদের উপাসনাস্থল।
Published By: Subhodeep MullickPosted: 03:44 PM Aug 13, 2025Updated: 03:44 PM Aug 13, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের খলিস্তানি তাণ্ডব আমেরিকায়। আবারও শিখ বিচ্ছিন্নতাবাদীদের নিশানায় হিন্দুদের উপাসনাস্থল। এবার ইন্ডিয়ানার বিএপিস স্বামী নারায়ণ মন্দিরে চলল ভাঙচুর। শুধু তাই নয়, ভাঙচুরের পর মন্দিরের দেওয়ালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ভারত বিরোধী স্লোগানও লেখা হয়েছে বলে অভিযোগ উঠেছে খলিস্তানিদের বিরুদ্ধে। 

Advertisement

নিজেদের এক্স হ্যান্ডেলে এই হামলার কথা জানিয়েছে হিন্দু আমেরিকান ফাউন্ডেশন। একটি ভিডিও শেয়ার করে তারা লিখেছে, ‘এক বছরের কম সময়ের মধ্যে ইন্ডিয়ানার গ্রিনউড শহরের হিন্দু মন্দিরে এই নিয়ে চারবার হামলা চালাল খলিস্তানিরা। ভাঙচুরের পাশাপাশি ওই মন্দিরের দেওয়ালে লিখে দেওয়া হয়েছে ভারত- বিরোধী স্লোগান।’ তবে এহেন ঘটনা আমেরিকায় প্রথম নয়। এর আগেও খলিস্তানিদের রোষের মুখে পড়েছে হিন্দুদের উপাসনাস্থল।

এই ঘটনার কড়া প্রতিক্রিয়া জানিয়েছে চিকাগোর ভারতীয় দূতাবাস। এক্স হ্যান্ডলে তারা লিখেছে, ‘ইন্ডিয়ানার গ্রিনউড শহরে অবস্থিত বিএপিস স্বামী নারায়ণ মন্দিরে এই হামলা নিন্দনীয়। আমরা ইতিমধ্যেই পুলিশ এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছি।’

উল্লেখ্য, বিশ্বজুড়ে ভারত বিরোধী কার্যকলাপ চালাচ্ছে খলিস্তানিরা। অতীতে লন্ডন , অস্ট্রেলিয়ায় হিন্দু মন্দিরে হামলা চালিয়েছে খলিস্তানিরা। মেলবোর্ন ও সিডনির একাধিক হিন্দু মন্দিরে হামলার ঘটনায় বারবার উদ্বেগ প্রকাশ করেছে দিল্লি। বিশেষ করে, কানাডায় খলিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জর খুনের পর থেকে বদলা নেওয়ার হুমকি দিচ্ছে বিচ্ছিন্নতাবাদীরা।

প্রসঙ্গত, দেশভাগের সময় শিখ সম্প্রদায়ের একাংশ পৃথক রাজ্য খলিস্তানের দাবি তোলে। সার্বভৌম রাষ্ট্রের দাবিতে আন্দোলন হয়। তৎকালীন সরকার শিখদের দাবিকে মান্যতা দেয়নি। কিন্তু এরপর জার্নেল ভিন্দ্রাওয়ালের নেতৃত্বে আন্দোলন সংগঠিত হয়। ১৯৮৪ সালের ১ থেকে ১০ জুন ভিন্দ্রানওয়ালে এবং তাঁর সঙ্গীদের নির্মূল করতে স্বর্ণমন্দিরে ভারতীয় সেনা অভিযান চালায়। মৃত্যু হয় ভিন্দ্রানওয়ালের। সেই অভিযানের নাম ছিল অপারেশন ব্লু স্টার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ফের খলিস্তানি তাণ্ডব আমেরিকায়।
  • এবার ইন্ডিয়ানার বিএপিস স্বামী নারায়ণ মন্দিরে চলল ভাঙচুর।
  • শুধু তাই নয়, ভাঙচুরের পর মন্দিরের দেওয়ালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ভারত বিরোধী স্লোগানও লেখা হয়েছে বলে অভিযোগ উঠেছে খলিস্তানিদের বিরুদ্ধে।
Advertisement