সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জনবসতিপূর্ণ অঞ্চলে ভেঙে পড়ল আস্ত বিমান। ভেঙে গুড়িয়ে গেল দোকান বাড়ি। রবিবার দক্ষিণ ব্রাজিলের গ্রামাদো অঞ্চলে মর্মান্তিক এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১০ জনের। পাশাপাশি ১৫ জনের বেশি আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। প্রশাসনের তরফে জানা গিয়েছে, বিমানটি প্রথমে একটি বাড়ির চিমনিতে ধাক্কা খেয়ে অন্য একটি বাড়ির দ্বিতীয় তলে ধাক্কা মারে। এরপর পাশের একটি মোবাইল ফোনের দোকানের উপর আছড়ে পড়ে।
ব্রাজিল প্রশাসন সূত্রে জানা গিয়েছে, অল্প যাত্রী বহনে সক্ষম 'পাইপার শিয়েন ৪০০ টার্বোপ্রপ' বিমান ছিল এটি। যদিও বিমানটিতে ঠিক কতজন যাত্রী ছিলেন তা নিশ্চিত করা হয়নি। দুর্ঘটনার পর আগুন লেগে যায় গোটা বিমানে। দাবি করা হচ্ছে, বিমানে থাকা সকল যাত্রীরই মৃত্যু হয়েছে। পাশাপাশি জনবহুল অঞ্চলে ভেঙে পড়ার কারণে আহত হয়েছেন স্থানীয় বাসিন্দারা। ১৫ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
ব্রাজিলের এই গ্রামাদো অঞ্চল পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় জায়গা। ১৯ শতকে এই জার্মানি ও ইতালি থেকে বহু মানুষ এই শহরে এসে বসতি স্থাপন করেন। ফলে এখানে বিদেশি নাগরিকের সংখ্যা অনেক বেশি। জাঁকজমকের সঙ্গে এখানে পালিত হয় ক্রিসমাস উৎসব। যার জেরে বর্তমানে প্রচুর মানুষের ভিড় জমেছে এই শহরে। সেখানে এমন এক দুর্ঘটনা স্বাভাবিকভাবেই আতঙ্ক তৈরি করেছে।
এদিকে স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, দুর্ঘটনাগ্রস্ত ওই বিমানটি ব্রাজিলের শিল্পপতি লুইজ ক্লাউডিও গালেয়াজির। তিনি তাঁর পরিবারের সঙ্গে সাও পাওলো থেকে এই বিমানে যাত্রা করছিলেন। বিমানে গালেয়াজির পাশাপাশি ছিলেন তাঁর স্ত্রী, তিন কন্যা-সহ পরিবারের অন্যান্য সদস্য ও বন্ধুরা। এছাড়া গালেয়াজি সংস্থার বেশ কয়েকজন আধিকারিকও উপস্থিত ছিলেন। দুর্ঘটনায় তাঁদের সকলের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। ভয়াভ এই দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে ব্রাজিল প্রশাসন।