shono
Advertisement

‘পারলাম না’, ব্রেক্সিট জটের দায় নিয়ে পদ ছাড়ছেন টেরেসা মে

ডেভিড ক্যামেরনের পথে হেঁটেই ইস্তফা দিতে চলেছেন তিনি। The post ‘পারলাম না’, ব্রেক্সিট জটের দায় নিয়ে পদ ছাড়ছেন টেরেসা মে appeared first on Sangbad Pratidin.
Posted: 04:05 PM May 24, 2019Updated: 08:58 PM May 24, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পারলেন না মে। তিন বারের আপ্রাণ চেষ্টায়ও ব্রেক্সিট জট কাটাতে সক্ষম হলেন না ব্রিটিশ প্রধানমন্ত্রী। তাই ডেভিড ক্যামেরনের পথে হেঁটেই ইস্তফা দিতে চলেছেন তিনি।

Advertisement

[বিপুল জয়ের জন্য নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানালেন ইমরান খান]

শুক্রবার কনজারভেটিভ পার্টির অন্দরে কড়া বিরোধিতার মুখে মে’র ব্রেক্সিট চুক্তির খসড়া নিয়ে পার্লামেন্টে ভোটাভুটিই স্থগিত হয়ে যায়। তারপরই প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা ঘোষণা করেন টেরেসা মে। তিনবার চেষ্টা করেও ব্রিটিশ পার্লামেন্টে তাঁর প্রস্তাবিত চুক্তি পাশ না হওয়ায় স্বাভাবিকভাবেই হতাশ তিনি। এদিন সেই হতাশায় ঝড়ে পড়ল মে’র গলায়। এদিন কোনওমতে কান্না চেপে তিনি বলেন, “চুক্তিটি পাশ করাতে সমস্ত সম্ভব চেষ্টা করেছি। আমি খুব দুঃখিত তিনবার চেষ্টা করেও সংসদে ব্রেক্সিট চুক্তি পাশ করাতে পারলাম না। আমার মনে হয়, এবার  সরে দাঁড়ানোর সময়। অন্য কেউ প্রধানমন্ত্রীর পদে বসে দেশকে নেতৃত্ব দেবে।”

তাহলে আপাতত পরিস্থিতি কী দাঁড়িয়েছে? আগামী জুন মাসের ৭ তারিখ কনজারভেটিভ পার্টি’র দলনেত্রী হিসেবে পদত্যাগ করবেন তিনি। বিশেষজ্ঞরা বলছেন, এখনই ইস্তফা দিচ্ছেন না মে। পরবর্তী প্রধানমন্ত্রী কে হবে তা ঠিক না হওয়া পর্যন্ত রাশ থাকছে তাঁর হাতেই। এদিকে মে’র উত্তরসূরী বাছাই করতে সময় লাগবে। কারণ দলের অন্দরে রয়েছে বহু দাবিদার। তাই আগামী কয়েক সপ্তাহ পর্যন্ত দায়িত্ব সামলাতে হবে টেরেসা মে-কেই। এদিকে অক্টোবর ৩১-এর মধ্যেই ইউরোপীয় ইউনিয়নের বাইরে বেরিয়ে যেতে হবে ব্রিটেনকে।   

এদিন ব্রিটিশ সরকারের হুইপ, মার্ক স্পেনসার হাউস অব কমন্সে জানিয়েছেন, ব্রেক্সিট বিল নিয়ে কবে আলোচনা হবে, সে ব্যাপারে পরে জানানো হবে। বিরতির পরে জুনের গোড়ায় ফের পার্লামেন্টে অধিবেশন বসলে তখন যদি কিছু হয়, সেটাই ভরসা। টেরেসার নয়া ব্রেক্সিট নীতির প্রতিবাদে কমন্সের নেত্রী অ্যান্ড্রেয়া লিডসোম বুধবার রাতে ইস্তফা দেন। বিদেশসচিব জেরেমি হান্ট বলেছেন, ‘‘জুনের গোড়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লন্ডন সফরে আসবেন। তখনও পর্যন্ত টেরেসাই পদে থাকবেন ট্রাম্পকে অভিনন্দন জানানোর জন্য।’’ তদারকি প্রধানমন্ত্রী হিসেবে ট্রাম্প সফরে থেকে যেতে পারেন মে। ৩-৫ জুন প্রেসিডেন্ট ট্রাম্পের ব্রিটেন সফরে যাওয়ার কথা।               

[মোদির জয়যাত্রা দেখতে মার্কিন মুলুকে থিয়েটার ভাড়া করলেন ভক্ত]

The post ‘পারলাম না’, ব্রেক্সিট জটের দায় নিয়ে পদ ছাড়ছেন টেরেসা মে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement