সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুল্কযুদ্ধের মাঝেই বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ায় মুখোমুখি হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। ইতিমধ্যেই দুই রাষ্ট্রনায়ক দ্বিপাক্ষিক বৈঠকেও বসেছেন বলে খবর।
এদিন বুসানের গিমহে আন্তর্জাতিক বিমানবন্দরে করমর্দন করেন ট্রাম্প এবং জিনপিং। এরপরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে জিনপিংকে প্রশংসায় ভরিয়ে দেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, "আমরা একে অপরকে খুব ভালো করে চিনি। আমাদের সম্পর্ক মজবুত। আশা করছি আমাদের মধ্যে সফল একটি দ্বিপাক্ষিক বৈঠক হতে চলেছে। আমরা আজই একটি বাণিজ্যচুক্তিও স্বাক্ষর করতে পারি।" চিনা প্রেসিডেন্টকে 'একটি মহান দেশের মহান নেতা' বলেও অভিহিত করে ট্রাম্প বলেন, "আমরা ইতিমধ্যেই বহু বিষয়ে সহমত হয়েছি। এখনও আরও কিছু বিষয় নিয়ে আলোচনা হবে। আগামী দিনেও আমাদের মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে।" অন্যদিকে, জিনপিং বলেন, "চিন এবং আমেরিকা দুই দেশই মহান। বিশ্বের কল্যাণে আমরা একসঙ্গে কাজ করব।" শেষবার ২০১৯ সালে জাপানের ওসাকাতে জি-২০ সম্মেলনে মুখোমুখি হয়েছিলেন দুই রাষ্ট্রনায়ক। দ্বিতীয়বার প্রেসিডেন্ট পদে বসার পর এই প্রথম জিপিংয়ের সঙ্গে বৈঠক করবেন ট্রাম্প।
সম্প্রতি চিনা পণ্যের উপর ১০০ শতাংশ শুল্ক আরোপের কথা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট। যা কার্যকর হবে ১ নভেম্বর থেকে। একাধিক সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, বিরল খনিজ রপ্তানির উপর চিন নিজেদের নিয়ন্ত্রণ কায়েম করতে চাওয়াতেই এমন পদক্ষেপ করেন ট্রাম্প। নিজের সমাজমাধ্যম ট্রুথ সোশালে তিনি দাবি করেন, চিনের এই সিদ্ধান্তে গোটা বিশ্বেই প্রভাব পড়তে পারে। একইসঙ্গে তিনি জানান, আন্তর্জাতিক বাণিজ্যে চিনের ‘দাদাগিরি’ খর্ব করতেই আমেরিকা এই পদক্ষেপ করেছে। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার মুখোমুখি হলেন ট্রাম্প এবং জিনপিং।
