shono
Advertisement
Donald Trump

যুদ্ধ না থামালে ব্যবসাও বন্ধ, চাপ দিতেই ভারত-পাক শান্তিপর্ব, মোদির ভাষণের আগে দাবি ট্রাম্পের

'আমিই ভারত-পাকিস্তান যুদ্ধ থামিয়েছি', দাবি মার্কিন প্রেসিডেন্টের।
Published By: Kishore GhoshPosted: 07:56 PM May 12, 2025Updated: 11:49 PM May 12, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরমাণু শক্তিধর দুই দেশকে চাপ দিয়ে সংঘর্ষবিরতি করেছি। যুদ্ধ না থামালে বাণিজ্যেও না, হুঁশিয়ারি দিয়েছিলাম। তাতেই কাজ হয়েছে। এমনটাই দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জাতির উদ্দেশে ভাষণের ঠিক আগে ট্রাম্প আরও বলেন, আমিই ভারত-পাকিস্তান যুদ্ধ থামিয়েছি। উভয় দেশের সমস্যার স্থায়ী সমাধানের প্রয়োজন।

Advertisement

গত শনিবারও ট্রাম্পের দাবি ছিল তিনিই যুদ্ধবিরতির মধ্যস্ততা করেছেন। বলেছিলেন, “গোটা রাত দীর্ঘ আলোচনার পর দুই দেশই এই মুহূর্ত থেকে সম্পূর্ণরূপে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। সঠিক সময়ে বাস্তবজ্ঞান কাজে লাগানোয় দুপক্ষকে শুভেচ্ছা।” ‘যুদ্ধ’ থামায় দুই দেশকেই শুভেচ্ছাও জানান মার্কিন প্রেসিডেন্ট। অন্যদিকে সোমবার প্রধানমন্ত্র নরেন্দ্র মোদি দাবি করলেন, সন্ত্রাসবাদী কর্মকাণ্ড বন্ধ করার প্রতিশ্রুতির বিনিময়ে ইসলামাবাদের মিনতিতে সাড়া দেয় দিল্লি। সম্মতি জানানো হয় সংঘর্ষবিরতির। অর্থাৎ দু’দেশের মধ্যে মধ্যস্থতা করার যে দাবি করে চলেছেন মার্কিন ট্রাম্প, কার্যত সেটাই উড়িয়ে দিলেন নমো। 

২২ এপ্রিল পহেলগাঁও হামলার পর থেকে পাকিস্তানের বিরুদ্ধে ফুঁসছে দেশবাসী। সন্ত্রাসবাদের আঁতুড়ঘর গুঁড়িয়ে দিতে ৬ মে মাঝরাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে অপারেশন সিঁদুর শুরু করে নরেন্দ্র মোদির সরকার। যার পালটা দিতে ভারতে হামলা চালানোর চেষ্টা করে ইসলামাবাদ। যা রুখে দেয় ভারতীয় সেনা। দু’দেশের এই যুদ্ধবিরতি নিয়ে উদ্বেগ বাড়ে আন্তর্জাতিক মহলে। গত ১০ মে (শনিবার) ভারত-পাকিস্তান সংঘর্ষবিরতিতে সম্মত হয়। সংঘর্ষবিরতি ঘোষণা করার সময়ও আমেরিকার প্রসঙ্গ তোলেননি বিদেশসচিব বিক্রম মিসরি। তিনি এবং সেনা আধিকারিকরাও জানিয়েছিলেন, পাকিস্তানই হামলা থামানোর অনুরোধ করেছিল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এর আগেও ট্রাম্পের দাবি ছিল তিনিই যুদ্ধবিরতির মধ্যস্ততা করেন।
  • ২২ এপ্রিল পহেলগাঁও হামলার পর থেকে পাকিস্তানের বিরুদ্ধে ফুঁসছে দেশবাসী।
Advertisement