shono
Advertisement
Donald Trump

মৃত্যু হয়েছে ট্রাম্পের! সোশাল মিডিয়ায় ট্রেন্ড-ঝড়ে মুখ খুলল হোয়াইট হাউস

এমন খবর সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে।
Published By: Amit Kumar DasPosted: 03:55 PM Aug 30, 2025Updated: 03:55 PM Aug 30, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আকস্মিক মৃত্যু হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের! ৪৭ তম মার্কিন প্রেসিডেন্টের মৃত্যুর এমন খবরে স্তম্ভিত গোটা বিশ্ব। যদিও ৭৯ বছর বয়সি ট্রাম্পের মৃত্যু সংবাদ কোনও সরকারি বিবৃতি বা হোয়াইট হাউসের তরফে আসেনি। এই সংবাদ ছড়িয়ে পড়েছে সোশাল মিডিয়ার দৌলতে। স্বাভাবিকভাবেই এমন খবর সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে।

Advertisement

গত জুলাই মাসে ডোনাল্ড ট্রাম্পের হাতে আঘাতের চিহ্ন ও ফোলা পায়ের ছবি ভাইরাল হয়েছিল সোশাল মিডিয়ায়। সেই ছবিকে নানা জল্পনা মাথাচাড়া দিয়েছিল। এরই মাঝে সোশাল মিডিয়ায় ট্রেন্ড শুরু হয় মৃত্যু হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের। এক্স হ্যান্ডেলে শনিবার এই মৃত্যুর খবর জানিয়ে প্রায় ৫৭ হাজার পোস্ট শেয়ার হয়। যেখানে ট্রাম্পের হাতের ছবি দেখা গিয়েছে যেখানে আঘাতের চিহ্ন স্পষ্ট। যা ট্রাম্পের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ তৈরি করেছে। প্রবল বিতর্কের মুখে এই ইস্যুতে মুখ খুলতে বাধ্য হয়েছে হোয়াইট হাউস। যেখানে জানানো হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট সম্পূর্ণরূপে সুস্থ। তাঁর মৃত্যুর খবর ভিত্তিহীন। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে তাহলে কে বা কারা এই মৃত্যুর খবর ছড়াল?

তবে ট্রাম্পের মৃত্যু নিয়ে এই জল্পনার আগেই অবশ্য এমন ইঙ্গিত দিয়েছিলেন মার্কিন উপরাষ্ট্রপতি জেডি ভান্স। গত ২৭ আগস্ট এক সাক্ষাৎকারে তাঁকে বলতে শোনা যায়, যদি অত্যন্ত দুঃখজনক কোনও ঘটনা ঘটে তাহলে তিনি হস্তক্ষেপ করতে প্রস্তুত। তবে জোর দিয়ে তিনি বলেন, ট্রাম্পের স্বাস্থ্য অবিশ্বাস্যভাবে ভালো। তবে তেমন ঘটনা যদি ঘটে তাহলে ভাইস প্রেসিডেন্ট হিসেবে এই ২০০ দিনে আমি অনেক কিছু শিখেছি। ঈশ্বর না করুন যদি তেমন কিছু ঘটে তাহলে দায়িত্ব পালন করতে এর চেয়ে ভালো প্রশিক্ষণের কথা আমি ভাবতে পারি না।

অবশ্য ট্রাম্পের মৃত্যুর গুজব যে সম্পূর্ণ ভুয়ো তা স্পষ্ট হয়ে গিয়েছে এদিন। সম্প্রতি এক মার্কিন আদালত জানিয়েছে, বিভিন্ন দেশের উপরে চাপানো ট্রাম্প যে শুল্ক চাপিয়েছেন তার অধিকাংশই ‘বেআইনি’। নিজের সোশাল মিডিয়া ‘ট্রুথ সোশাল’-এ আদালতের এই সিদ্ধান্ত নিয়ে অবশ্য ক্ষোভ উগরে দিয়েছেন ট্রাম্প। মৃত্যুর গুজবের মাঝেই এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, ‘সমস্ত শুল্কই এখনও কার্যকর রয়েছে। আজ এক আদালত ভ্রান্তিবশত জানিয়ে দিয়েছে আমাদের চাপানো শুল্কগুলি সরিয়ে নেওয়া উচিত। কিন্তু ওরা জানে শেষপর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রই জয়ী হবে।’ সেই সঙ্গেই তাঁর দাবি, ‘যদি শুল্ক তুলে নেওয়া হয়, তাহলে সেটা আমাদের দেশের জন্য একটা বিপর্যয় ডেকে আনবে। এর ফলে আমরা আর্থিক ভাবে দুর্বল হয়ে পড়ব। আমাদের শক্তিশালী হতে হবে।’

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আকস্মিক মৃত্যু হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের!
  • ৪৭ তম মার্কিন প্রেসিডেন্টের মৃত্যুর এমন খবরে স্তম্ভিত গোটা বিশ্ব।
  • বিতর্ক মাথাচাড়া দিতেই মুখ খুলল হোয়াইট হাউস।
Advertisement