shono
Advertisement

Breaking News

গুরুতর মানসিক রোগে আক্রান্ত ট্রাম্প, মত মার্কিন মনোবিদদের

ভীষণই নাকি আত্মকেন্দ্রিক তিনি! The post গুরুতর মানসিক রোগে আক্রান্ত ট্রাম্প, মত মার্কিন মনোবিদদের appeared first on Sangbad Pratidin.
Posted: 05:41 PM Apr 22, 2017Updated: 06:27 PM Oct 07, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁকে নিয়ে আলোচনার শেষ নেই৷ নানা মুনির নানা মত৷ বিতর্ক থেকে সমালোচনা, কোনওটাই বাদ নেই৷ তবুও ভোটে জিতে মার্কিন মসনদের বসার যোগ্যতা তিনিই অর্জন করেছেন৷ ডোনাল্ড জন ট্রাম্প৷ অবশ্য সেই যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে৷ এবার নতুন প্রশ্ন তুললেন আমেরিকার ইয়েল বিশ্ববিদ্যালয়ের একদল মনোবিদ৷ যাঁদের দাবি, গুরুতর মানসিক রোগে আক্রান্ত প্রেসিডেন্ট ট্রাম্প৷

Advertisement

[আজান শুনতে ভালই লাগে, সোনুর টুইট বিতর্কে এবার সরব কঙ্গনা]

সম্প্রতি বিশ্ববিদ্যালয়ে একটি সেমিনারের আয়োজন করা হয়েছিল৷ যাতে সামিল হয়েছিলেন ৩৫ জন মনোবিদ৷ প্রায় প্রত্যেকেই এ বিষয়ে একমত যে, মার্কিন প্রেসিডেন্টের মানসিক পরিস্থিতি বিপজ্জনক অবস্থায় রয়েছে৷ অ্যান্টিসোশ্যাল পার্সোনালিটি ডিজঅর্ডার রয়েছে তাঁর৷ ভীষণই আত্মকেন্দ্রিক তিনি৷ হামেশাই হঠকারি সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা রয়েছে ট্রাম্পের মধ্যে৷ যা মার্কিন প্রেসিডেন্ট হিসেবে কোনও ব্যক্তির একদমই থাকা উচিত নয়৷ কেন এখন হঠাৎ এই দাবি করলেন মনোবিদরা? এই প্রশ্নের উত্তরে মনোবিদদের উত্তর প্রেসিডেন্ট ট্রাম্প আমেরিকার পক্ষে কতটা বিপজ্জনক, সেই কথা তাঁদের জনসাধারণকে জানানো খুবই প্রয়োজন৷

[যাদবপুর হস্টেলে ব়্যাগিং আতঙ্ক, পড়ুয়াদের নগ্ন করে নাচানোর অভিযোগ]

এই একই মত পোষণ করেন সেমিনারে সামিল হওয়া নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তথা প্রখ্যাত মনোবিদ জেমস গিলিগানও৷ এই প্রসঙ্গে বলতে গিয়ে তিনি  বলেন, “আমি খুনের অপরাধী এবং ধর্ষণকারীদের সঙ্গে দীর্ঘ দিন কাজ করেছি৷ আর এই ধরনের বিপদের আঁচ অনেক দূর থেকেই পেয়ে যাই৷” আরও এক মনোবিদ জুডিথ হারমান মনে করেন, প্রেসিডেন্ট ট্রাম্পের যে সত্যিই মানসিক সমস্যা রয়েছে তা বোঝার জন্য কোনও বিশেষজ্ঞের প্রয়োজন নেই৷ প্রেসিডেন্ট হওয়ার পর তাঁর কীর্তিকলাপেই তা স্পষ্ট৷ সাধারণ মানুষই বলে দিতে পারবেন যে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট এই পদে থাকারই যোগ্য নন৷ যদিও এখনও এই বিষয়ে প্রেসিডেন্টের কোনও মতামত পাওয়া যায়নি৷

[খরা মোকাবিলায় উদাসীন প্রশাসন, মূত্র পান করে প্রতিবাদ কৃষকদের]

The post গুরুতর মানসিক রোগে আক্রান্ত ট্রাম্প, মত মার্কিন মনোবিদদের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement