shono
Advertisement
Donald Trump

খোঁড়াচ্ছেন, পা যেন কাঠের টুকরো! ডোনাল্ড ট্রাম্প কি অসুস্থ?

ভাইরাল ভিডিও ঘিরে গুঞ্জন ছড়িয়েছে।
Published By: Biswadip DeyPosted: 04:48 PM Mar 04, 2025Updated: 04:48 PM Mar 04, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কয়েকদিন আগেই ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রোর সঙ্গে বৈঠকের সময়ই সকলের নজরে পড়েছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে আঘাত পাওয়ার 'চিহ্ন'! সেই সময় তাঁর স্বাস্থ্যের অবনতির গুঞ্জন ছড়িয়েছিল। এবার তা নতুন মাত্রা পেল। ট্রাম্পকে দেখা গেল ডান পা খুঁড়িয়ে হাঁটতে। আগাগোড়াই টলমল করছেন। আর সেই ভিডিও ভাইরাল হতেই উঠছেন প্রশ্ন। ডোনাল্ড ট্রাম্প কি অসুস্থ? যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল।

Advertisement

ফ্লোরিডার পাম বিচে সপ্তাহান্তের ছুটি কাটাচ্ছিলেন ট্রাম্প। সেই সময়ই মার-এ-লাগো এস্টেটের গলফ কোর্টে গাড়ি থেকে নামার সময় পা নিয়ে সমস্যায় পড়তে হয় তাঁকে। ভাইরাল ভিডিও দেখে সেটাই মনে করা হচ্ছে। দেখা যাচ্ছে গাড়িটি থেকে নামার পরই তিনি দুটি পা ঝাঁকিয়ে হাঁটছেন। তারপর ডান পা টেনে টেনে হাঁটছেন। আড়ষ্ট ভঙ্গি দেখে অনেকে বলেছেন তাঁর পা যেন কাঠের টুকরো। ৭৮ বছরের প্রেসিডেন্টকে নিয়ে এরপরই দানা বেঁধেছে বিতর্ক।

কোনও কোনও নেটিজেন লিখেছেন, 'ডান পা খুঁড়িয়ে হাঁটছেন বলেই তো মনে হচ্ছে।' 'কোনও একটা সমস্যা তো হচ্ছেই ওঁর', লিখছেন আরও একজন। নেটিজেনদের অনেকেরই দাবি, বয়সজনিত অস্বাচ্ছন্দ্যে ভুগছেন ট্রাম্প।

যদিও হোয়াইট হাউসের সেক্রেটারি ক্যারোলিন লিভিট মার্কিন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ''প্রেসিডেন্ট ট্রাম্প মানুষের নেতা। তিনি প্রতিদিন যত মানুষের সঙ্গে সাক্ষাৎ করেন, তা কোনওদিনই করেননি কোনও মার্কিন প্রেসিডেন্ট।'' ট্রাম্পের মুখপাত্র স্টিভেন চিউংয়ের অভিযোগ, দুর্নীতিগ্রস্ত সংবাদমাধ্যমগুলিই বিকৃত অভিযোগ ছড়াচ্ছে। তিনি এমন দাবি করলেও ট্রাম্প ডান পা নিয়ে গুঞ্জন নতুন নয়। ওভাল অফিসে প্রত্যাবর্তনের পর তা নতুন মাত্রা পেয়েছে। যদিও হোয়াইট হাউসই বরাবর তা অস্বীকার করেছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কয়েকদিন আগেই ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রোর সঙ্গে বৈঠকের সময়ই সকলের নজরে পড়েছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে আঘাত পাওয়ার 'চিহ্ন'! সেই সময় তাঁর স্বাস্থ্যের অবনতির গুঞ্জন ছড়িয়েছিল। এবার তা নতুন মাত্রা পেল।
  • ট্রাম্পকে দেখা গেল ডান পা খুঁড়িয়ে হাঁটতে।
  • আগাগোড়াই টলমল করছেন। আর সেই ভিডিও ভাইরাল হতেই উঠছেন প্রশ্ন। ডোনাল্ড ট্রাম্প কি অসুস্থ?
Advertisement